রাজশাহী সংবাদ

রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনের ইজতেমা

সোহেলঃ রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনের ইজতেমা, কেন্দ্রীয় শাহ মখদুম ঈদগাহ মাঠে রাজশাহী জেলা নিজামুদ্দিনের অনুসারী মূলধারার ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ শুরু হয়েছে। এসময় বিভিন্ন থানার জিম্মাদার সাথীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী ইজতেমার প্যান্ডেল স্থাপন কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন । এর পরে ইজতেমায় আগতদের  জন্য দোয়া করা হয়, উদ্বোধন ও দোয়াতে প্রশাসন সহ রাজনৈতিক ও ধর্মভীরু স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল ।

নগরীর কেন্দ্রীয় শাহমুখদুম (রহ.) ঈদগাহ মাঠে আয়োজিত তাবলিগ জামাতের ইজতেমায় ধর্মপ্রানপ্রিয় মুসল্লিরা দলে দলে অংশ নিচ্ছেন বিভিন্ন জেলার মানুষেরা।  আজ বৃহস্পতিবার ইজতেমা শুরু হয়ে আগামী শনিবার আখেরী মোনাজাতের মাধ্যেমে শেষ হবে। ইজতেমায় আগত মুসল্লিদের জন্য বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা প্রদান করবেন এলিজ্যাবল ইউথ ফর ইভোলেশন আই তাছাড়া বিশুদ্ধ পানি ও খাবারের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তাছাড়া ইজতেমাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button