খেলাধুলা

ক্রলির ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ার পথে ইংল্যান্ড

সংবাদ চলমান ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে জ্যাক ক্রুলির ডাবল সেঞ্চুরি আর জস বাটলারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ার পথে স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট দল।

 

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবলে পরিণত করলেন জ্যাক ক্রলি। পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটন টেস্টে নতুন মাইলফলক স্পর্শ করলেন ২২ বছর বয়সী ইংলিশ এ তরুণ ব্যাটসম্যান।

১৯৭৯ সালের পর ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী হিসেবে ডাবল সেঞ্চুরির নজির স্থাপন করেছেন ক্রলি। ১৯৭৯ সালে ক্যারিয়ারের ১২তম টেস্টে ভারতের বিপক্ষে বার্মিংহামে সেঞ্চুরি করেছিলেন ডেভিড গাওয়ার।

শুক্রবার প্রথম দিনে ৪ উইকেটে ৩৩২ রান সংগ্রহ করে ইংল্যান্ড। আগের দিনে ১৭১ রানে অপরাজিত থাকা ক্রলি শনিবার ব্যাটিংয়ে নেমে মধ্যাহ্ন ভোজের পরপরই ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন।

অবশ্য লাঞ্চের কিছু আগেই টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার। এর আগে ওয়ানডে ও টেস্ট মিলে ১০টি সেঞ্চুরি করেছেন তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button