খেলাধুলা

বর্তমানে ক্রিকেটের সেরা উইকেটকিপার একজন মেয়ে!

চলমান ডেস্কঃ

বর্তমান যুগে  ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট টি-টেন। আইসিসি স্বীকৃত না হলেও অল্প সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ফরম্যাটের খেলা। সম্প্রতি জার্মানিতে অনুষ্ঠিত হয়েছে এমনই এক টি-টেন লিগ। যেখানে ছেলেদের দলে উইকেটকিপার হিসেবে খেলেছেন একজন মেয়ে! তাও সে একজন ভারতীয়!

মেয়েটির নাম শারন্যা সদারঙ্গানি। সদ্য পঁচিশে পা দেয়া ব্যাঙ্গালুরুর এই কন্যা জার্মানির ক্রিকেটে শারু নামেই পরিচিত। উত্তর জার্মানির ক্লাব কুমারফেল্ডার স্পোর্টসভেরেনের (কেএসভি) হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। এই লিগে তার দলই হয়েছে চ্যাম্পিয়ন। এমনকি উইকেটকিপার হিসেবে টুর্নামেন্ট সর্বোচ্চ আটটি ক্যাচ ধরেছেন তিনি।

ভালো খেলার স্বীকৃতিস্বরুপ এরই মধ্যে জার্মান ক্রিকেট সংস্থা থেকে ডাক পেয়েছন শারু। টি-টেন লিগে খেলার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি কেএসভি ক্লাবের কাছে কৃতজ্ঞ। তারাই আমাকে টি-টেন লিগে খেলার সুযোগ দিয়েছে।’

ব্যাঙ্গালুরু থেকে জার্মানিতে পৌঁছানোর গল্প জানিয়ে শারু বলেন, ‘সাত বছর আগে ইংল্যান্ডে পড়তে আসি। পরে একই কারণে উত্তর জার্মানিতে আসা। ইংল্যান্ডে থাকার সময়েই জার্মান ক্রিকেট সংস্থার মোনিকা লাভডের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। ফলে জার্মানিতে আসার এক সপ্তাহের মধ্যেই আমি ক্লাব পেয়ে যাই।’

জার্মানিতে আসার আগে ইংল্যান্ডের কাউন্টির দল এসেক্সের মেয়েদের টিমে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন শারু। সেখানে মিস্টলি ক্রিকেট ক্লাবেও খেলতেন এই উইকেটকিপার। বর্তমানে জার্মান ক্রিকেট সংস্থার একাডমিতে আছেন তিনি।

ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানিয়ে শারু বলেন, ‘জার্মানির জাতীয় দলে আমাকে ডাকা হয়েছে। আশা করছি জার্মানির পাশাপাশি ইউরোপে মেয়েদের ক্রিকেটের উন্নতিতে আমি কিছু অবদান রাখতে পারব বলে জানিয়েছে।’

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button