খেলাধুলা

২য় টেস্টে ইংলিশ বোলিং তোপের মুখে পাকিস্তান

সংবাদ চলমান ডেস্ক:

প্রথম টেস্টে প্রথম তিন দিন দাপট দেখিয়েও জয়ের খুব কাছ থেকেও হেরে যায় পাকিস্তান। আর বৃহস্পতিবার(১৩ আগস্ট) শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিন পাকিস্তানের জন্য খুবই খারাপ ছিলো।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

বৃহস্পতিবার সাউদাম্পটনে বৃষ্টির কারনে খেলা হয়েছে মোট ৪৫.৪ ওভার। তাতে ১২৬ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান।

ওপেনার আবিদ দুইবার লাইফ পেয়ে খেলেছেন ৬০ রানের ইনিংস। দিনের সবচেয়ে সফল ব্যাটস্ ম্যান তিনি। আরেক ওপেনার শান মাসুদ ১ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান বাবর আজমের। ২৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান করে । ইংল্যান্ডের পক্ষে জেমস অ্যান্ডারসন ৩ টি, স্টুয়ার্ট ব্রড ২টি, ক্রিস ওকস্ ও স্যাম কারেন ১টি করে উইকেট নিয়েছেন । খেলার ২য় সেশনে মোহাম্মদ রিজওয়ান ২১ রানে ব্যাট করছেন।

উল্লেখ্য, প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button