ঈশরদী

একশ বারো বছর পর আব্দুলপুর ও আড়ানী স্টেশন ভবনের উদ্বোধন

সিয়াম আক্তার সাজিত, ঈশ্বরদীঃ

একশ বারো বছর পর প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে রেলওয়ে পাকশী বিভাগীয় সদর দপ্তরে স্বাগতম প্রধান গেট নির্মাণ
কাজ এবং নবনির্মিত আব্দুলপুর ও আড়ানী স্টেশন ভবনের উদ্বোধন করা হয়েছে।

গতকাল দিনব্যাপি এসব স্থাপনা ও ভবনের উদ্বোধন করেন, প্রধান অতিথি পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহিদুল ইসলাম। ফলক উন্মোচন,ফিতাকেটে,পায়রা উড়িয়ে ও বিশেষ মোনাজাতের মাধ্যমে এসব নির্মাণ কাজ ও ভবনের
উদ্বোধন করা হয়।

এসময় পাকশী বিভাগীয় প্রকৌশলী/২ আব্দুর রহিম,পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন,পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনোয়ার সুমন,পাকশী বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের ও জাতীয় সাংবাদি সোসাইটির সভাপতি তৌহিদ আক্তার পান্না,পাকশী বিভাগীয় সহকারী প্রকৌশলী শিপন মাহমুদ,নিরাপত্তাবাহিনীর পাকশী বিভাগীয় সহকারী কমান্ডার আবুহেনা,ঈশ্বরদীর এসএই তৌহিদ সুমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে আড়ানী স্টেশন প্লাট ফরমে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে যাত্রীরা রেল
কর্মকর্তাদের প্রশংসা করেন।


এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button