দূর্গাপুর

দূর্গাপুর দি হাঙ্গার প্রজেক্ট মত বিনিময় সভা অনুষ্ঠিত 

মমিন,দুর্গাপুরঃ 

আন্তর্জাতিক বিশেষ সংস্থা ইউনিসেফ এর সহায়তায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের আওতায়   দি হাঙ্গার প্রজেক্ট  এর উদ্যোগে 

কোভিড _ ১৯  দি হাঙ্গার প্রজেক্ট সভা অনুষ্ঠিত হয় মুঙ্গলবার   সকাল ১০ টার সময়। কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি-যোগাযোগ,সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহনে যোগাযোগ (উদ্ভদ্ধকরণ) জোরদার করতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর উদ্যেগে এবং ইউনিসেফ এর সহযোগিতায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের কার্যক্রম পরিচালনার মাধ্যমে করোনা প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়ন করছে।সেই ধারাবাহিকতায় রাজশাহী দুর্গাপুর  উপজেলাতেও প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের আওতায় করোনা প্রতিরোধে সক্রিয় ভুমিকা পালন করছে।বিশেষ করে ভ্যাকসিনেশন কার্যক্রম গতিশীল ও বাস্তবায়ন করতে এই প্রকল্প বেশি গুরুত্ব প্রদান করছে।

উক্ত অনুষ্ঠানে ডা:  মোছা: মাহাবুবা খাতুনের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদুত  কুমার সরকার তিনি  বলেন  করোনা প্রতিরোধে মাস্ক পরার গুরুত্ব, টিকা গ্রহন,হাত ধোয়া ও সামাজিক দুরত্বে থাকার ব্যাপারে সচেতন করছে। এতে করে কমিউনিটির সাধারন জনগনের মধ্যে করোনা নিয়ে যেসকল গুজব ছিল বিশেষ করে টিকা নেওয়ার ব্যাপার নিয়ে সংকোচ বা দ্বিধা ছিল তা অনেকাংশে দূর  হয়েছে। এছাড়া 

– দি হাঙ্গার প্রজেক্ট করোনা প্রতিরোধে মানুষকে বেশি করে সচেতন করার জন্য যে উদ্যোগ নিয়ে কার্যক্রম পরিচালনা করছে বিশেষ করে এই   মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিবে। তিনি আরো বলেন,আমরা সকলে মিলে সরকারের পাশাপাশি যদি একসাথে কাজ করি তবে অতি শীগ্রই আমরা করোনা কে প্রতিহত করতে পারবো।পরিচালনায় ছিলেন রাজশাহী জেলার ছাএ লীগের  সাবেক সহ সভাপতি খলিলুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিনয় সরকার সাবেক দূর্গাপুর  উপজেলা ভাইস চেয়ারম্যান ।  ও  কমিশনার সোহেল

ছাএ নেতা হিসাবে উপস্থিত ছিলেন রুবেল, দেলওয়ার, মিলন,  রানাসহ  আরো উপস্থিত  ছিলেন  সংবাদ চলমানের জুনিয়র স্টাফ রিপোর্টার মমিন, শারমিন পলি, নাইম শেখ, ও অন্যান্য সাংবাদিকবৃন্দরা ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button