রাজশাহী সংবাদ
রাজশাহী মতিহারে ফেনসিডিলসহ আটক-১
মহানগর প্রতিনিধি : রাজশাহী নগরীর মতিহারে ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর মতিহার থানাধীন মহব্বতের ঘাট থেকে তাকে আটক করে এএসআই মাইনুল, এসআই সুকান্ত ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত জাহাঙ্গীর আলম ওই এলাকার মোঃ সাদেক আলীর ছেলে। এসআই সুকান্ত জানায়, আটককৃত মাদক ব্যাবসায়ী জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলেও জানান এসআই।