রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রামেকে রিপ্রেজেন্টিভদের মাজায় রশি বাঁধলেন আনসার

নিজস্ব প্রতিবেদকঃ

চিকিৎসা নিতে আসা আগত রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র দেখা ও ছবি তোলার অপরাধে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বর্হি বিভাগে জনসম্মুখে ৫জন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টিভদের মাজায় রশ্মি বেঁধে রাস্তায় দাঁড় করানোর অভিযোগ উঠছে (রামেক) হাসপাতালেরর আনসার সদস্যদের বিরুদ্ধে।

গতকাল রবিবার (২৬ জুন) সকাল ১০ টার দিকে হাসপাতালের বর্হিবিভাগের বাহিরে এঘটনা ঘটে। যে সমস্ত রিপ্রেজেন্টিভদের মাঝায় রশ্মি বেঁধে রাস্তায় দাঁড় করানো হয়েছিলো তাদের নাম পাওয়া যায়নি।তবে জানা গেছে, তারা একমি ওষুধ কোম্পানিতে কর্মরত।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সকালে বর্হি বিভাগের বাহিরে ওষুধ কোম্পানির ৫ জন রিপ্রেজেন্টিটিভ চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র হাতে নিয়ে ছবি তুলছিলো।

এসময় কর্তব্যরত আনসার সদস্যরা ছবি তুলতে বাঁধা দিলে উভয়ে বাকবিতান্ডা জড়িয়ে পড়ে। এসময় ওই ৫জন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টিভকে মাজায় রশ্মি বেঁধে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়। পরবর্তীতে হাসপাতালের পরিচালক ওষুধ কোম্পানির কর্তৃপক্ষের কাছ থেকে মুছলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে, একমি ওষুধ কোম্পানির এড়িয়া ম্যানেজার মুকিবুল ইসলাম জানান,আমরা মানছি যে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা আগত রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্রের ছবি তুলে বিড়ম্বনা সৃষ্টি করে।তবে এমন ভাবে রিপ্রেজেন্টেটিভদের জনসম্মুখে মাজায় রশ্মি বেঁধে রাস্তায় দাড় করানো একেবারেই ঠিক হয়নি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button