রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীর মেয়র -চেয়ারম্যানদের চলাচল  এখন বিমানেই 

স্টাফ রিপোর্টারঃ

কি এমন যুগ এলো এখন চেয়ারম্যান মেয়র গন রাজশাহী থেকে ঢাকায় চলাচল করেন বিমানেই।

গত ১৪ সেপ্টেম্বর সোমবার মোহনপুর উপজেলার কেশর হাট বাজারে চায়ের দোকানে এই নিয়ে দুঃখ প্রকাশ করেন আমিরুল ও আলম নামের  প্রবিন  দুই ব্যক্তি। তারা বলেন আমাদের মেয়র শহিদুজ্জামান শহিদ আজ ঢাকা থেকে বিমান যোগে কেশর হাট আসছেন।

তিনি বলেন পৌরসভায় একটা কাজ ছিল তাই অফেক্ষা করছি মেয়রের জন্য। পাশেই একজন ভ্যান চালক চা খেতে এসেছিলেন সেখানে, তিনি বলেন আগে দেখেছি এম পি রা ঢাকায় যেতেন বাসে , যাদের বিশেষ কোন জরুরি কাজ  থাকতো কেবল সেই সকল এম পি গন ভলবো এসি বাসে যেতেন। তিনি দীঘ শ্বাস ফেলে বলেন কি যুগ এলোরে বাবা এখন চেয়ারম্যান মেয়র সকলেই ঢাকা যাওয়া আসা করেন বিমানে।

খবর নিয়ে জানাগেছে রাজশাহীর অধিকাংশ পৌরসভার মেয়র ঢাকায় যাওয়া আসা করেন বিমানে। রাজশাহী জেলার তথ্য অনুসারে এই সকল মেয়র, চেয়ারম্যান গন প্রয়োজনের বাইরেই যাওয়া আসা করেন প্রিয় রাজধানি ঢাকায়। অনেকেই আবার এলাকায় নিজের নাম ফুটাতেই বিমানে যান ঢাকায়। ঢাকায় যেয়ে সংসদের আশে পাশে সানগ্লাস পরে ঘুরে দুই একটি পিক তুলে তা যোগাযোগ মাধ্যম ফেসবুকে  পোস্ট করে।

নিজ এলাকার এম পির সাথে পিক্তুলে আর এলাকার সেই মানুষ্ টিকে বুঝায় তোমার কাজ নিয়েই পড়ে আছি। আবার ঢাকা থেকে ফেরার সময় এলাকার চাউ চিউড়দের মুঠো ফোনে বলেন বিমান বন্দরে ৪০টি মটর সাইকেল যেন দেখতে পাই ,আর আমার কথা বলে  মফিজের পাম্প  থেকে তৈল তুলে নিয়ে আসিস। এমনই চলছে এখন রাজশাহীর নেতা নাম ধারি রাজনীতি। চারঘাট পৌর সভার মেয়র জনাব  জাকিরুল ইসলাম বিকুল তিনি গত আগষ্ট মাসের শেষ সপ্তাহে ছিলেন ঢাকায়। তিনি রোগীর সাথে  সাক্ষাতের অযুহাত দেখালেও অনুসন্ধানে জানা গেছে তিনি ছিলেন তার দলীয় পহেলা সেপ্টেম্বরের বিশেষ দিনটি পালনের জরুরী বৈঠকে।

এমন নীতিবান মেয়রদের কারনে প্রধানমন্ত্রীর সোনার বাংলা গোড়ার শপ্ন ধীর গতিতে রুপান্তিত হচ্ছে। মেয়র চেয়ারম্যানদের বিলাসিতার ব্যাপারে সুশিল সমাজের অনেকের রয়েছে জোরারো অভিযোগ।এই নিয়ে  রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের একজন প্রক্টর বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে এই সকল ব্যক্তিদের শিক্ষা নেওয়া উচিত, তিনি বলেন যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সময়ের ব্যাপারে সচেতন, তার প্রতিদিনের রুটিং মানুষদের বলেদেন।

তিনি সকল দিকেই মেয়র, চেয়ারম্যানদের সম্মানি করেছেন তবুও যদি তারা এমন সুযোগ সন্ধানী হন সেটি দুঃখ জনক। অনুসন্ধানে জানা যায় এই সময়ে পৌরসভা নির্বাচন ঘনিয়ে আসায় বেড়েছে মেয়রদের এম পি দের বাড়িতে আনাগোনা, আর আগাম বিমানের টিকিট বুকিং।  বিশ্ববিদ্যালয়ের এই  প্রক্টর মেয়র,ও চেয়ারম্যানদের দিকে কঠোর নজর দারি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button