রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে অনিবন্ধিত ক্লিনিক-হাসপাতাল বন্ধে কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের সকল অনিবন্ধিত ক্লিনিক-হাসপাতাল বন্ধ করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই প্রেক্ষিতে অনিবন্ধিত ক্লিনিক-হাসপাতালের তালিকা প্রস্তুতের কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিভিল সার্জন দপ্তর।

২৭ মে শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক।

তিনি বলেন, রাজশাহী জেলায় কতটি অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার রয়েছে তার হিসেব তাদের কাছে নেই। তবে তারা নির্দেশনা পাওয়ার পরপরই উপজেলাসহ নগরীতে এই সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য কাজ শুরু করেছেন। তবে নিবন্ধন না নিয়ে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছে এমন সংখ্যা রাজশাহীতে খুব একটা নেই।

তিনি আরও বলেন, অনেক ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের মালিক নিবন্ধন নবায়ন করেন নি। অনেকে আবেদন করেছেন। যারা নিবন্ধন নবায়ন করেন নি এবং আবেদনও করেন নি তাদের তালিকা প্রস্তুত করে ব্যবস্থা নেয়া হবে। আর তিনি ঢাকায় অবস্থান করছেন। এখন রাজশাহীতে নিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের তালিকা তার কাছে নেই। পরবর্তীতে জানাতে পারবেন।

এ ৭২ ঘণ্টা সময়ের মধ্যে ক্লিনিক বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। এরই পরিপেক্ষিতে এসব উগ্যোগ নেওয়া হয়েছে রাজশাহীতেও ।

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button