রাজশাহীরাজশাহী সংবাদ

দেশ ট্রাভেলস গাড়ির জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ

গাড়ির ফিটনেস সহ কাগজ পত্রে গড় মিল থাকায় দেশ ট্রাভেলস বাসে মামলা দিয়েছেন ট্রাফিক পুলিশ ।

আজ ৬ জুন রবিবার বেলা ১১টার সময় রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ঢাকা মেট্রো ব ১৫-৩৮৮৫ গাড়িটি কালিয়াকৈরে নিয়ম বহির্ভূত ভাবে দাঁড়ালে ট্রাফিক সার্জেন্ট বিষয়টি আমলে নিয়ে কাগজপত্র তল্লাশি করে মামলা দেন। এ সময় ট্রাফিক সার্জেন্ট বলেন দেশ ট্রাভেলস নামক কোম্পানির ব্যানারে যে এত নিম্ন মানের গাড়ি চলাচল করে সেটা আমাদের জানা ছিলনা।

গাড়ির যাত্রীরা অভিযোগ করে বলেন আমরা ভি আই পি হিসেবে এই গাড়িতে ভ্রমণের সিদ্ধান্ত নেই কিন্তু এই গাড়িতে উঠার পর থেকে আমাদের বিভিন্ন ভাবে হয়রানি হতে হচ্ছে। এত নিম্নমানের গাড়ি সেটি আমরা টের পাচ্ছি। রাফিকুর নামের একজন যাত্রী বলেন রাজশাহী বাঘা রুটের বাসের চাইতে ও অধম সার্ভিস এই গাড়ির। তিনি বলেন দেখতে ও যেমন সার্ভিস ও ঠিক তেমন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button