রাজশাহীস্লাইডার

ঢাকার ন্যায় রাজশাহীতে ও অটো রিক্সার জ্যাম বিপাকে পথচারিরা

শাহাদত হোসেনঃ  ঢাকার ন্যায় রাজশাহীতে ও শুরু হয়েছে অটো রিক্সার মহাজ্যাম। গভীর  অনুসন্ধানে বেরিয়ে এসেছে রাজশাহী মহানগরীর এমন তথ্য । তবে নগর বাসী এমন ঘটনার জন্য অটো রিক্সা চালক ও দেখভাল করার সংশ্লিস্ট কত পক্ষকেই দায়ী করছেন। রাজশাহী সিটির ভেতরে চলাচলের জন্য অটো রিক্সার নিয়ম বেধে দেওয়া হলেও তার ছিটে ফোটা নিয়ম ও মানছেনা অধিক অংশ অটো রিক্সা চালকরা অভিযোগ রয়েছে এই সকল কিছু দেখভাল করা ব্যক্তিদের সাথে আতাত করেই এমন প্রকাশ্যে অনিয়মে নেমেছেন তারা।চলছে প্রতি নিয়ত অনিয়মের বোঝা মাথায় নিয়েই এমন ভাবে । নাম প্রকাশ না করায় রাসিকের এ কজন কর্মকর্তা

বলেন উপরের সকল আদেশ থাকলেও নিচের দিকের জড়তার কারনে এই সকল অটো গাড়িগুলো সু্যোগে সকল কিছু হাতিয়ে নিচ্ছে নিজের সুবিধার জন্য।বিশেষ করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টের দুই দিকে প্রায় ১কিঃ অটো রিক্সার জ্যাম নগরবাসীকে অতিস্ট করে তুলেছে সাহেব বাজার এলাকার কাপড় ব্যাবসায়ী আনিছুর জানান শুনেছি অটো চলাচলের জন্য রাসিক সময় সিমা বেধে দিয়েছে আসলে সঠিক বিষয় কি তা কেউ জানেনা কোন অটোর কোন সংকেত তা বোঝার উপায় কি সেটিই জটিল সাধারন মানুষের নিকট। তবে নগরীতে প্রায় সকল অঘটনের কারন হিসেবে এই তিন চাকার গাড়ীকেই দায়ী করছেন।রাজশাহী পরিবেশ অধীদপ্তরের গবেষনায় এই পরিচ্ছন্ন শহর কে দুষিত করার জন্য অধিক অংশেই দায়ী এই ধরনে্র যান্যট।তবে পরিবেশের সুরক্ষার জন্য ফুটপাত মুক্ত করন সহ নানা দিক পরিচ্ছন্ন থাকা জরুরী বলে মনে করছে নগর বাসী।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button