রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

এবার শিক্ষার্থীদের প্রণোদনা দেবেন রাবি শিক্ষক

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে নিজের বেতন থেকে শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছেন ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. ইয়ামিন হোসেন।

কোনো শিক্ষার্থীর গবেষণা প্রকাশ পেলে নিজ তহবিল থেকে তাদের সম্মানী দেবেন তিনি। গত (১৩ জানুয়ারি) বৃহস্পতিবার নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই বিষয়টি জানান তিনি।

গবেষণায় প্রণোদনা (ইনসেনটিভ) শিরোনামে দেয়া পোস্টে অধ্যাপক ইয়ামিন হোসেন লিখেন, আপনি গবেষণা করে যত পাবলিকেশনই করুন না এদেশে হাততালিও পর্যন্ত পাবেন না!

কিন্তু আমার ল্যাবে কেউ যদি পাবলিকেশন করেন, সিনিয়র অথর হিসেবে, আমার বেতনের টাকা থেকে ক্ষুদ্র আকারে হলেও প্রণোদনা দেবো ইনশাআল্লাহ!

তিনি আরো লেখেন, কিউ ১ম মানের জার্নালে প্রকাশের জন্য ১০ হাজার, কিউ টু-তে ৬ হাজার, কিউ থ্রি-তে ৪ হাজার এবং কিউ ফোর মানের জার্নালে প্রকাশ হলে ২ হাজার টাকা প্রণোদনা দেয়া হবে। প্রতিটি সায়েন্টেফিক পেপারের জন্যে এই প্রণোদনা দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ইয়ামিন হোসেন বলেন, বিশ্বের সব জায়গায় গবেষণার জন্য প্রণোদনা ব্যবস্থা চালু রয়েছে। অথচ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা প্রকাশ হলে উৎসাহটুকুও দেওয়া হয় না। তাই আমি ব্যক্তিগতভাবে ঘোষণা দিয়েছি কোনো শিক্ষার্থীর গবেষণা প্রকাশ পেলে আমার নিজ বেতন থেকে আমি নিজেই তাদের আর্থিক সম্মানী প্রদান করবো।

কেনো এমন উদ্যোগ নিলেন ? জানতে চাইলে তিনি বলেন, যারা গবেষণা করে তারা অনেকেই নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের পরিশ্রমকে সম্মান জানানোর জন্যই এই প্রণোদনার ব্যবস্থা ।

প্রসঙ্গত, অধ্যাপক ইয়ামিন হোসেনের ল্যাব থেকে গতবছর ৪২টি গবেষণাপত্র বের হয়েছে। স্কোপাসের গবেষণা তালিকায় (রাবি) অবস্থান দ্বিতীয়তে রয়েছে। তাতে অধ্যাপক ইয়ামিন হোসেন এর গবেষণা ছিল ৩৭টি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button