রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

ঈদ আনন্দে জনশূন্য রাজশাহীর পর্যটন কেন্দ্র

ষ্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বিনোদন কেন্দ্র লালনশাহ মুক্তমঞ্চ (পদ্মাপাড়)

রাজশাহীতে এবার আনন্দহীন ঈদ উদযাপন করেছে নগরবাসি যা ইতিহাসের পাতায় স্বরনীয় হয়ে  থাকবে এবারের ঈদ।

মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আনন্দের দিন হচ্ছে ইদুল ফিতরের ঈদ। আর এই আনন্দের ঈদকে প্রতিবছরই ব্যাতিক্রম ভাবে পালন করে রাজশাহীবাসি। এই  আনন্দের খোরাক পুরন হয় রাজশাহীর পর্যটন কেন্দ্র ও নামি দামি রেস্তরা গুলোতেই। কিন্তু এবারের চিত্র যেন পুরোটায় ভিন্ন। জনশুন্য ছিল রাজশাহীর প্রতিটি পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। রাজশাহীর পর্যটন কেন্দ্র মানেই পদ্মা পাড়। বিশেষ করে পদ্মাগার্ডেন, আই বাধ, টি বাধ গুলোতে দেখা যায়নি মানুষের অঢেল স্রোত।  রাজশাহীর পদ্মাপাড়কে বলা হয় দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। এই পদ্মাপাড় ঘিরে রাজশাহীতে চলে এক অনাবিল আনন্দের জোয়ার। কিন্তু এই আনন্দের জোয়ার এবার কোন এক অদৃশ্য ঝড় এসে বিলিন করেছে । রাজশাহীর প্রতিটি বিনোদন কেন্দ্র গুলো ছিল মানবহীন । নগরবাসির আনন্দেকে দুমড়ে মুচড়ে ঘায়েল করেছে প্রশাসন। প্রতিটি বিনোদন কেন্দ্র গুলোতে ছিল প্রশাসনের কড়া নজরদারি। কাউকেই দেওয়া হয়নি একটুও ঠাই। আনন্দ পিপাসু মানুষ গুলো আজ ঘুরতে না পেরে কষ্টের ঢেকর নিয়ে বাসায় ফিরে যেতে হয়েছে। ঘর ফেরা মানুষ আক্ষ্যেপ নিয়ে বলেছেন, আমরা সামাজিক দুরুত্ব বজায় রেখে খুরতে চাই কিন্তু আমাদের এই ঘুরা থেকে বঞ্চিত করেছে দেশের দুরাবস্থা। এবার তো শহরের বাইরের কোন লোকজন আসার সুযোগ পায়নি তাই আমদের এই সুযোগ টুকু দিলে ভালো হতো।

 

এই বিষয়ে প্রশাসনের একাধিক ব্যাক্তির সাথে কথা বললে তারা সংবাদ চলমানকে বলেন, আনন্দের আগে জীবন। জীবন বাঁচলে এই রকম ঈদ জীবনে অনেকবার করতে পারবে। কিন্তু জীবন যদি না বাঁচে তাহলে ঈদ দিয়ে কি হবে? আর শুধু নিজের জীবনতো নয় এখানে হাজার হাজার জীবনের ব্যাপার। সবাইকে ঘরমুখো হওয়াটায় বাঞ্চনীয়। তাই আমাদের শ্লোগান হোক ঘরে থাকুন সুস্থ থাকুন, অন্যকে স্স্থ রাখুন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button