রাজশাহীস্লাইডার

আর এম পি পুলিশে আবারো সুদ্ধ অভিযান প্রয়োজন

নিজস্ব প্রতিবেদকঃ

দীর্ঘ এক যুগ আর এম পি পুলিশে চাকরি করছেন এমন পুলিশ সদস্যের নামের তালিকা খুজতে গিয়ে অনুসন্ধানে বেরিয়ে এসেছে আর এম পি পুলিশে কর্মরত রয়েছেন এক যুগ অথবা তার ও বেশী পুলিশের নামের তালিকা। জানা গেছে ২০১২ সালে পুলিশের উপর মহলের নজরে আসে আর এম পি পুলিশের এমন জড়তা, এই নিয়ে সেই সময় ব্যপক রদবদল হয়েছিল আর এম পি পুলিশে। তবে পুলিশের একটি সত্র বলছে কিছু পুলিশ সদস্য নিজেকে ঠিক রাখতে অল্প সময়ের জন্য পুলিশের আরেক শাখা পিবি আই, গোয়েন্দা শাখা, অথবা র‍্যাবে বদলি নিচ্ছে নিজের ইচ্ছেতেই, যেন আইনি ভাবে নিজেকে জাহির করা যায়। আবার অনেকেই ঢাকায় কিছু দিন বিশেষ কোচ সম্পর্ন করার পরেও ফিরে এসেছেন নিজের পুরাতন শহর রাজশাহীতে। অনেক পুলিশ সদস্য নিজের নামে অথবা স্ত্রীর নামে এই শহরে চাকরি করেই গড়ে তুলেছেন অঢেন সম্পদ। যে সম্পদ ৬০ বছর চাকরি করেও একজীবনে গড়ে তোলা সম্ভব নয়। তবে এই সকল পুলিশ সদস্যের ব্যপারে পুলিশের উপর মহলে রয়েছে ডজন অভিযোগ, অনেক অভিযোগের ছোট খাট ব্যবস্থা হলেও অলৌকিক কারনে তারা পুনরায় ফিরে আসে পুর্বের স্থানে। মহানগরীর বোয়ালিয়া, রাজপাড়া, কাশিয়া,ডাংগা, মতিহার, ও আর এম পি পুলিশ হেডকোয়াটারে রয়েছেন এমন পুলিশ সদস্য যাদের ৮ থেকে ১৩ বছর ঘুরে ফিরে আর এম পিতে চাকরি করার অভিযোগ রয়েছে। পুলিশের একটি সুত্র বলছে একই ব্যক্তি দীর্ঘ সময় একই স্থানে পুলিশের চাকরির মত গুরুত্ব পুর্নসেবা মুলক  পেশায় কর্মরত থাকলে আইনশৃংখলার অবনতি ঘটার সম্ভাবনা বেড়ে যায়। তবে সরকারের সুদ্ধি অভিযানের সময় এই সকল পুলিশ সদস্য আদালতে বদলি পুলিশ লাইন্সে বদলি সহ বিভিন্ন ভাবে গা +ঢাকা দিয়েছিলেন সু কৌশলে। তবে আর এম পি পুলিশের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান আর এম পি পুলিশের এই বিষয় গুলো কমিশনার সাহেব অবগত নয়, তিনি অবগত হওয়া মাত্রই ব্যবস্থা গ্রহন করবেন, তিনি আর এম পি পুলিশের কোন প্রকার অনিয়ম ছাড় দেননা বলেও জানান তিনি। আর এম পিতে কর্মরত এই ধরনের অভিযোগ নিয়ে যারা বহাল ত্যবিয়তে চাকরি করছেন তাদের সকল তথ্য নাম সহ আগামী প্রতিবেদনে প্রকাশ করা হবে। জানাগেছে পুলিশ হেড কোয়ার্টাসের সুত্র মতে এদের চিহ্নিত করে দ্রত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা আসছে খুব শিগ্রই। তবে এই সকল বিতর্কিত পুলিশ সদস্যের কারনে কিছু সুনাম ধারি পুলিশের সুনাম ক্ষুন্য হচ্ছে ‘সেই কারনে দ্রত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা জরুরি বলে মনে করছেন  সুশিল সমাজের অনেকেই।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button