রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

অধ্যক্ষের মামলায় আসামী হলেন শিক্ষকসহ শিক্ষা’প্রতিষ্ঠানের কর্মচারীরা

নিজেস্ব প্রতিবেদকঃ

রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বরে অবস্থিত শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি/শিক্ষিক ও নিজ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অধক্ষ্য রুহুল আমীন নিজে বাদি হয়ে  মামলা দায়ের করেন, বাদির মামলার  কপি ও অত্র-প্রতিষ্ঠানের  সভাপতি/শিক্ষকদের কাছে থেকে নেয়া তথ্য তুলে ধরা হলো।

 জেলা রাজশাহীর পুঠিয়া থানার সহকারী জজ আদালত এ মামলা দায়ের করেন মামলা নং-৫০, 

১। মোঃ রুহুল আমিন, অধ্যক্ষ, শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ, বানেশ্বর, পুঠিয়া, রাজশাহী,পিতামৃত মোনতাজ আলী, সাং বানেশ্বর ধান হাটা, ওয়ার্ড নং ০৬, পো: বানেশ্বর, থানা: পুঠিয়া, জেলা: রাজশাহী

তিনি নিজে বাদী হয়ে,

১। মো: মাহাবুব আলম বাবু, পিতা: শমসের আলী, সাং বানেশ্বর, পো: বানেশ্বর, থানা: পুঠিয়া, জেলা:

রাজশাহী, সভাপতি, শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ, বানেশ্বর, পুরিয়া, রাজশাহী।

২। মো: শেখ ইব্রাহিম, সদস্য অর্থ কমিটি, শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ, বানেশ্বর, পুঠিয়া,রাজশাহী,।

৩। মোঃ রফিকুল ইসলাম, সদস্য অর্থ কমিটি, শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ, বানেশ্বর,পুঠিয়া, রাজশাহী।

৪। মো: শামসুল আলম, সিনিয়র লেকচারার, পরিসংখ্যান বিভাগ, পিতা: আব্দুল জব্বার, সাং থুটিপাড়া, পো: বানেশ্বও, থানা: পুঠিয়া, জেল রাজশাহীসহ 

৫ । শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ, বানেশ্বর, পুঠিয়া, রাজশাহী-

—মোকাবিলা বিবাদী,১। অত্র মামলার ০৫ নং বিবাদী জেলা রাজশাহীর পুঠিয়া থানাধীন শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ, বানেশ্বর, পুঠিয়া, রাজশাহী । ০১ নং বিবাদী উক্ত শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ,বানেশ্বর, পুঠিয়া, রাজশাহীর নতুন কমিটির নবনিযুক্ত সভাপতি, ০২-০৩ নং বিবাদীদ্বয় শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ, বানেশ্বর, পুঠিয়া, রাজশাহীর নতুন গভর্নিং বডির অর্থ কমিটির সদস্য ০৪ নংবিবাদী অত্র কলেজের পরিসংখ্যান বিভাগের সিনিয়র প্রভাষক।বাদী শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ, বানেশ্বর, পুঠিয়া, রাজশাহী এর অধ্যক্ষ। বাদী বিগত ইং ২২/০৪/২০১৩ তারিখে অত্র প্রতিষ্ঠানে যোগদান করে বর্তমান সময় পর্যন্ত কাজ করে আসছেন বলে জানান তিনি।

এব্যাপারে শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও  কলেজের সভাপতি/শিক্ষকদের সাথে কথা হলে তারা বলেন

শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ

বানেশ্বর,পুঠিয়া রাজশাহী শহীদ নাদের

আলী বালিকা বিদ্যালয় ও কলেজের উভয় শাখার

অর্থকমিটি কর্তৃক অত্র বিদ্যালয় ও কলেজের স্থাবর সম্পত্তি পুকুর সমুহের আয় ও জমা বিবরণ এবং উভয় শাখার বরাদ্দকৃত উপবৃত্তির টিউশন ফি

বাবদ আয় ও জমা সংক্রান্ত তথ্যাদি বিষয়ক প্রতিবেদন তৈরিকরণেঃ শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের উভয় শাখার অর্থকমিটি

বরাবর সভাপতি গভর্নিং বডি শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ উভয় শাখার অর্থকমিটি মাধ্যমঃ অঞ্চ, শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের উভয় শাখার অর্থকমিটি কর্তৃক বিদ্যালয় ও কলেজের স্থাবর সম্পত্তির সমুহের আয় এবং উভয় শাখার বরাত উপবৃত্তির টিউশন ফি বাবদ আয়ের তথ্যাদি বিষয়ক প্রতিবেদন।

গত ১৮/৩/২০২২ ইং তারিখে শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজে মাননীয় সভাপতি গভর্নিং বড়ি কর্তৃক দেয় নির্দেশনা মোতবেক বিদ্যালয় ও কলেজের উভয় শাখার অর্থকমিটি উপরোজমবিষয়ের হিসাব (অফিস কর্তৃক

প্রদর্শিত ) পর্যক্ষেত্রে যে সকল তথ্যাদি পাওয়া যায় তার বিরিত বিবরন বিরূপ পুকুরের অবস্থান সংক্রান্ত তথ্যাদিঃ প্রতিষ্ঠানের নামেস্থাবর সব্ধি দলিল ও পুকুরের লিজ দলিল পর্যালোচনা করে দেখা যায় যে মৌজায় ১০

নং খতিয়ান ভূমি-১৭ নং দাগ পরিমান ৫১ শতক জমিতে ২০১০ সালে পুকুর খনন কাজ প্রদান করা হয় এবং একই খতিয়ানভুত২০৬ দাগে জমির পরিমান ৪৬শতক ২০১৭ সালে পরবর্তী ৭ বছর মেয়াদে পুকুর খননে লিজা প্রদান করা হয়।

 এছাড়াও তাড়াশ মৌজায় অতি খতিয়ান নং ৬২ দাগ নং ৫২৭,৫২৯ জমির পরিমান ৪২ শতক বাংলা সন ১৪২৫ হতে পরবর্তী ৭ বছরের জন্য পুকুর খননের জন্য প্রদান করা হয়। পুকুর সংক্রান্ত লীজ তথ্যঃ প্রথম পুকুর মৌজাঃ ছত্রগাছা ৮০৯ নং খতিয়ান দ্রুক্ত ১৭ নং দাগ পরিমান ৫১ শতক

প্রথম চুক্তিনামা মেয়াদকাল ১৪১৭ থেকে ১৪২৩ সন প্রযন্ত টাকার পরিমান ৪০০০০/= হাজার

দ্বিতীয় চুক্তিনামা মেয়াদকাল ১৪২৩ থেকে ১৪২৬ সন পর্যন্ত টাকার পরিমান ২২৫০০০/= হাজার

তৃতীয় চুক্তিনামা মেয়াদকাল ১৪২৬ থেকে ১৪২৯ সন পর্যন্ত টাকার পরিমান ২৫২০০০/= হাজার

দ্বিতীয় পুকুরঃ মৌজাঃ ছত্রগাছা ৮০৯ নং খতিয়ান ৩২০৬ দাগে জমির পরিমান ৪৬শতক

প্রথম চুক্তিনামা মেয়াদকাল ১৫/০৬/২০১৭ থেকে ১৪/০৬/২০২৪ সন পর্যন্ত টাকার পরিমান ১৩০০০০/= হাজার তৃতীয় পুকুরঃ

তাড়াশ মৌজায় অবস্থিত খতিয়ান নং-৬২ দাগ নং ৫২৭,৫২৯ জমির পরিমান ৪২ শতক

প্রথম চুক্তিনামা মেয়াদকাল ১৪২৫ থেকে ১৪৩২ বাংলা সন পর্যন্ত টাকার পরিমান ২০০০০০/= হাজার জমি লিজ১৬০০০/= টাকা ১০০০০

মোট টাকা ৮৬৩০০০/= → বিভিন্ন সময় রশিদ বাবদ দেখানো আয় = ৪৩২০০০/= → পুকুর সমুহের মেয়াদকাল, লিজ মূল্য, রশিদ মারফত আয়, ক্যাশ বুকে ও ব্যাংকে জমা সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ-বিদ্যালয় শাখার ক্যাশ বুক হইতে প্রাপ্ত তথ্য হইতে দেখা যায় জমা টাকার পরিমান

মোট টাকা = ১৫৮০০০/=> কলেজ শাখার ক্যাশ বুক হইতে প্রাপ্ত তথ্য হইতে দেখা যায় জমা টাকার পরিমান মোট-২৯৬০০০/=ক্যাশ বুকে জমা = বিদ্যালয় শাখায় ১৫৮০০০ + ২৯৬০০০ = ৪৫৪০০০/= উল্লেখ্য যে =৪৫৪০০০/= টাকার সাথে অন্যান্য আয়ের যুক্ত আছে বাকি টাকা ক্যাশ বুক কিংবা জমার কোন তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য যে উল্লেখিত বাকি টাকা রশিদ মারফত আদায়েরও কোন তথ্য পাওয়া যায়নি। বলে জানান তারা 

উপবৃত্তি সংক্রান্ত তথ্যাদিঃ-১৪/০৯/২০১৫থেকে ১৫/০৭/২০২১ পর্যন্ত বিদ্যালয় ও পরবর্তিতে (কলেজ শাখা যৌথ হিসাবে 

বরাদ্দকৃত টিউশন ফি =৫৯০৮৯০/= উত্তোলনকৃত টাকা = ৫৯০৩৩০/=১৪/০৯/১৫ তারিখের পূর্বে বিবরন কতৃক টিউশন ফি খাতায় দেখা যায়।

স্কুল ও কলেজ যৌথ,মোট বরাদ্দ= ৫৯০৮৯০মোট উত্তোলন= ৫৯০৩৩০ কলেজ শাখায় বরাদ্দকৃত ও উত্তোলনকৃত টিউশন এর বিবরণ উত্তোলনের  উত্তোলনের পরিমান- বরাদকৃত টাকা মোট বরাদ্দ ২৫৭৪০০/=মোট উত্তোলন=২৫৭০০০/= কলেজ শাখায় = ২৫৭০০০/= কলেজ শাখার হিসাবে টিউশন ফি বাবদ বরাদ্দকৃত টাকা = ২৫৭০০০/=

→ বিদ্যালয় শাখায় ক্যাশ, ও এ্যাডভান্স এবং ব্যাংকে জমাকৃত টাকার পরিমান মোট টাকার পরিমান = ২১৬০০০/=> কলেজ শাখার টিউশন ফি ক্যাশে ও ব্যাংকে জমা,মোট টাকার পরিমান = ৪৩১২০০/=

উল্লেখিত সময়ে মোট টিউশন ফি কলেজ শাখায় বরাদ্দকৃত = ২৫৭০০০/= ৫৯০৩৩০/=

বিদ্যালয় ও কলেজ শাখায় যৌথ বরাদ্দকৃত টাকার পরিমানঃ মোট টাকার পরিমান, ৮৪৭৭৩০/=

বিদ্যালয় ও কলেজ শাখায় ব্যাংকে, ক্যাশে ও এ্যান্ডভান্সে জমা, ৬৪৭২০০/=

বাকি টাকা ক্যাশ বুক,ব্যাংকে এবং এডভান্সে কোন তথ্যাদি পাওয়া যায় নাই বলে জানান তারা।

শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ  বানেশ্বর পুঠিয়া রাজশাহী। অধিবেশন-০৩

গত ২০/০৪/২০২২ ইং তারিখে গভর্নিং বডির ০৫ নং অধিবেশনের ৫ নং সিদ্ধান্ত অনুযায়ী ২০০৭

সাল হতে ২০২১ইং সাল পর্যন্ত শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের আয়-ব্যয়ের তদ

ও নিরিক্ষণ কমিটির প্রথম অধিবেশনের আলোচনা। তাং ২২/০৫/২০২২ইং রবিবার, সময়ঃ ১১.০০ঘটিকা,স্থানঃ বিদ্যালয় ও কলেজের ল্যাব কক্ষে।পদবী উপস্থিত সদস্য বৃন্দের নামঃ

১। মোঃ নুরুল ইসলাম, অভিভাবক সদস্য 

২। এ, এস, এম জাকির হোসেন,শিক্ষক প্রতিনিধি

৩। মোঃ জাহাঙ্গীর আলম,শিক্ষক প্রতিনিধি

৪। মোঃ রফিকুল ইসলাম,অর্থ কমিটি

৫। মোঃ শেখ ইব্রাহিম,অর্থ কমিটি

৬। মোঃ আব্দুল্লাহ আল মামুন,অর্থ কমিটি

৭। মোঃ মাসুদ রানা,অর্থ কমিটি

৮। মোঃ জয়নাল আবেদিন,অভিভাবক সদস্য

৯। গৌতম পাল,অভিভাবক সদস্য দের উপস্থিতে

অদ্যকার সভার মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে সভার কাজ শুরু করা হইল। অদ্যকার সভায়

সভার সদস্যগণ আলোচনান্তে আয় ব্যয়ের হিসাবের তদন্ত নিরিক্ষা কল্পে অধ্যক্ষ রুহুল আমীন দেওয়া সময় অনুসারে তার সহযোগিতা কমনা করলে তিনি আয় ব্যয়ে তদন্ত ও নিরিক্ষার আইনি ও বৈধ্যতা নিয়ে।

প্রশ্ন উপস্থাপন করে তিনি জানান ২০/০৪/২০২২ ইংতারিখ রেজুলেশনের বিষয়টি দ্বিধাদ্বন্দ্ব থাকায়

এটি নিরসন না হওয়া পর্যন্ত তদন্ত কাজে সহযোগীতা করার অপরগতা প্রকাশ করেন। এমতাবস্থায় কমিটির সকল সদস্য বৃন্দ আলোচনা ক্রমে অধ্যক্ষ সাহেবের অসহযোগিতায় উক্ত আয়,ব্যয়ের হিসাব তদন্ত ও নিরিক্ষা কর্যক্রম পরিচালনা করা সম্ভব না হলে  এবং গভর্নিং বডি বরাবর  পত্র মারফত জানানোর জন্য সর্ব সম্মাক্রমে সিদ্ধান্ত গ্রহন করেন তারা,

এসময় সভাপতি/শিক্ষকসহ প্রতিষ্ঠানে অধিকাংশ  কর্মরত ব্যক্তিরা বলেন শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের অধক্ষ্য রুহুল আমীন  তার দূর্নীতি ও অনিয়মে জর্জরিত বিষয় টি  ধামাচাপা দিতে সভাপতি/শিক্ষকসহ নিজ কর্মরত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি যদি সত্য ব্যক্তি হবেন আর  যদি কোনো প্রকাশ দূর্নীতি অনিয়মের সাথে জড়িত না থাকেন তাহলে কেন তিনি অত-প্রতিষ্ঠানের আয়-ব্যয় নিরীক্ষা হিসাব নিকাশ তুলে ধরতে অনীহ-প্রকাশ করছেন এখানেই প্রমাণ করে যে শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধক্ষ রুহুল আমীন দূর্নীতি অনিয়মের সাথে জড়িত।

এদিকে শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের  অধক্ষ্য রুহুল আমীন অত্র-প্রতিষ্ঠানের সভাপতি/শিক্ষকসহ সর্বমোট-৫ জনের বিরুদ্ধে ২০ লক্ষ্য টাকার চাঁদা দাবির কথা তুলে ধরে বলেন

 শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি/শিক্ষক কর্তৃক অবৈধভাবে গৃহিত উপরোক্ত কার্যক্রম বে-আইনী, যোগসাজসী, অকার্যকর, বিধি বহির্ভূত ঘোষনামূলক

ডিক্রীর প্রর্থনায় বাদী অত্র মোকদ্দমা দায়ের করিলেন,১০। অধক্ষ্য রুহুল আমীন বলেন আমি  গত ০৮/০৩/২০২২ ইং তারিখ হতে ২৮/০৩/২০২২ ইং তারিখ পর্যন্ত NAEM এর ট্রেনিং-এ অবস্থান কালিন সময়ে বিগত ১৮/০৩/২০২২ ইং তারিখে ০১ নং বিবাদী আমার নিজের স্বাক্ষরিত ও অধ্যক্ষের দায়িত্ব প্রাপ্ত সহকারী অধ্যাপক,শেখ ইব্রাহিম এর স্বাক্ষরে  নামীয় সীল ব্যবহার করে ও নিয়ম বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে নোটিশ দেওয়া, ০১ নং বিবাদী বিগত,৩০/০৩/৩০২২ ইং তারিখ দুপুর ০১.৪৫ ঘটিকায় অধ্যক্ষের অফিস কক্ষে উপরোক্ত বিষয়ে ০১ নং বিবাদী আর কিছু না করার শর্ত হিসেবে বাদীর কাছে ২০,০০,০০০/= (কুড়ি লক্ষ) টাকা দাবী করা হয় বলে জানান তিনি।

 শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ, বানেশ্বর, পুঠিয়া, রাজশাহী-তে ল্যাব এ্যাসিটেন্ট পদে নিয়োগ প্রাপ্ত নাদিম আহমেদের পিতা মো: এরশাদ আলী খুশি হয়ে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ২০০,০০০/= (দুই লক্ষ) টাকা প্রতিষ্ঠানের হিসাবে জমা প্রদানের জন্য ০১ নং বিবাদীকে প্রদান করিলে ০১ নং বিবাদী তা প্রতিষ্ঠানের হিসাবে,১৭/০৫/২০২২ তারিখে

উপরোক্ত বিষয়ে বাদীর পরে ৮৫১ নং জি.ডি. এর কারণে কিন্তু হয়ে ০১নং বিশ্বাসী বিগত১০/০৫/২০৯

Show Cause করে Show Cause নোটিশ বাসীকে না নিয়ে বিভিন্নভাবে হুমতি প্রদান করা এবং 

এবং নির্বাচন প্রচেষ্টা বে-আইনী,

আমি ০৮/০৩/২০১২ ইং তারিখ হতে ২৮/০৩/২০১২ ইং তারিখ পর্যন্ত NAEM এর টং-এ অবস্থান কালিন সময়ে বিগত ১৮/০৩/২০২২ ইং তারিখে ০১ নং বিবাদীর নিজের স্বাক্ষরিত ও অধ্যক্ষের দায়িত্ব প্রাপ্ত সহকারী অধ্যাপক জনাব শেখ ইব্রাহিম এর স্বাক্ষরে আমার নামীয় সীল ব্যবহার করে গৃহিত ও নিয়ম বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে আমাকে নোটিশ দেওয়া,তয় বিগত ৩০/০৩/৩০২২ ইং তারিখ নুপুর ০১.৪৫ ঘটিকায় অধ্যক্ষের অফিস কক্ষে  সভাপতিসহ/বেশ কয়েকজন শিক্ষক এসে  উপরোক্ত বিষয়ে  আর বে-আইনী কোন কিছু না করার শর্তে আমার কাছে থেকে ২০,০০,০০০/= লক্ষ টাকা দাবী করে বলে জানান তিনি

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button