রাজশাহী সংবাদ

রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কের উদ্বোধন করলেন, প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : বহুল প্রতীক্ষিত রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কের শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমেই হাইটেক পার্কের ভেতর প্রথম কোনো কার্যক্রম শুরু হলো।

আজ বুধবার সকালে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ট্রেনিং সেন্টারটির উদ্বোধন করেন।

সেন্টারটি উদ্বোধন উপলক্ষে রাজশাহীতে ট্রেনিং সেন্টারের নিচতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্রেনিং সেন্টারের উদ্বোধন ঘোষণার পর ভিডিও কনফারেন্সে রাজশাহীবাসীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই ট্রেনিং সেন্টার থেকে ছেলে-মেয়েরা যে ট্রেনিং নেবে তার মাধ্যমে তারা নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবে। তারা চাকরি নেবে না, চাকরি দেবে।’

জেলা প্রশাসক মো. হামিদুল হক- এর অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button