নাটোরসারাদেশ

উদ্ধোধনের পরের দিন প্রকল্প কমিটির উপর হামলা, মহিলা সহ আহত ৫

 মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

লালপুরে কতৃক খাল পূর্ণখনন উদ্ধোধনের একদিন পরেই প্রকল্প কমিটির উপর অতর্কিত হামলার ঘঠনায় মহিলা সহ ৫ জন গুরুতর আহত হয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

আহত ৫ জন হলো লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দ রায় পুর গ্রামের জিল্লুর রহমান(৩৮) পিতা আব্দুল আজিজ, জিয়াউর রহমান (৪০) পিতা জমশেদ আলী, পার্থ চক্রবর্তী (১৭) অসীত চক্রবর্তী, মনোয়ার হোসেন (৩২) পিতা নাসের আলী, কনিকা চক্রবর্তী (৪০) স্বামী অসীত চক্রবর্তী। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০ টার সময় প্রকল্প কমিটির সভাপতি জিল্লুর রহমান সহ অন্য সদস্যরা নান্দরায়পুর বিলে খাল খননের কাজ তদারকি করে ফেরার পথে ২০-২৫ সন্ত্রাসী আগ্নেয় ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালালে ৪জন আহত হয়। নিজ সন্তান পার্থ চক্রবর্তীকে বাঁচাতে গিয়ে মা কনিকা চক্রবর্তীও আহত হন।

এব্যাপারে প্রকল্প কমিটির সভাপতি জিল্লুর রহমান জানান , কমিটির অন্য সদস্যদের নিয়ে নান্দরায়পুর বিলে খাল খননের কাজ তদারকি করে ফেরার পথে আকরাম হোসেন পিতা আবুল হোসেন, আরিফ হোসেন পিতা গোলাম রসুল, বাবু মোল্লা পিতা মৃত আমান উল্লা সহ ২০-২৫ জন সন্ত্রাসী বাহিনী আগ্নেয় অস্ত্র, হাঁসুয়া, রামদা, হাতুড়ী সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমাদের চিৎকারে এলাকা বাসি এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এলাকা বাসির সহায়তায় আমরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছি। চিকিৎসার কারণে মামলা করতে বিলম্বিত হচ্ছে।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button