নাটোররাজশাহীরাজশাহী সংবাদ

অবৈধ ভাবে নাটোর প্রেসক্লাব এর ভবন উচ্ছেদ প্রতিবাদে মানববন্ধন

 মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোর প্রেসক্লাব ভবন অবৈধভাবে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি পালন করা হয়েছে।

আজ রবিবার বেলা ১১ টার দিকে নাটোর প্রেসক্লাবের ভগ্নস্তুপের সামনে এই কর্মসূচি পালন করা হয়।ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে নাটোর প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন , সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ীসহ সকল সদস্য এই মানববন্ধনে অংশ নেন।

নাটোর প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী জানান, ২০০৭ সালে নাটোর পৌরসভার সাথে নাটোর প্রেসক্লাবের বাৎসরিক ভাড়ার চুক্তিনামায় নিজস্ব অর্থায়নে ভবনটি নির্মাণ করে নাটোর প্রেসক্লাব। সড়ক প্রশস্তকরণে সড়কের যে অংশে রাস্তা ১০০ ফুট প্রশস্ত হবে, সেই অংশে নাটোর প্রেসক্লাবের অবস্থানও নয়। এর পরেও সড়ক ও জনপথ বিভাগ গত ১৪ মে বিকেলে ছুটির দিনে হঠাৎ নোটিশ দিয়ে ১৬ মে সোমবার দুপুওে প্রেসক্লাব ভবন উচ্ছেদ করে যা সম্পূর্ণভাবে অবৈধ।

এতে প্রেসক্লাবের বিপুল অর্থের ক্ষতি সাধিত হয়েছে। অতি দ্রুত নাটোর প্রেসক্লাবের জন্য স্থান নির্ধারণ ও ভবন নির্মাণের ব্যবস্থা না করা হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসুচি দেওয়া হবে বলে জানান তারা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button