নাটোররাজশাহীরাজশাহী সংবাদ

আখ চাষীদের সঙ্গে মতবিনিময় সভা ও এসটিপি চারা স্থাপনের উদ্ধোধন

মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে নবেসুমিতে আখ চাষীদের সঙ্গে এক মতবিনিময় সভা ও সাবজোন এর ৫০ টি ইউনিটে একযোগে সরাসরি এবং এসটিপি চারা স্থাপনের মাধ্যমে ইক্ষু রোপণ এর উদ্ধোধন করা হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের ওয়ালিয়া সাবজোন এর পশ্চিমপাড়া অনুষ্ঠিত অনুষ্ঠানে ২০২১-২০২২ আখ রোপণ মৌসুমে আগাম আখ রোপন এবং মাড়াই মৌসুমে মিলে পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহ করার বিষয়ে আখ চাষীদের সাথে এক মতবিনিময় সভায় মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দপ্তর পরিচালক (সিডিআর), বিএসএফআইসি কৃষিবিদ আশরাফ আলী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাওসার, মিলের মহা ব্যবস্থাপক (কৃষি) মনজুরুল হক, মহা ব্যবস্থাপক (কারখানা) আনোয়ারুল ইসলাম, ডিজিএম (সম্প্রঃ) গোলাম রববানী, সাবজোন প্রধান সহ সকল সিডিএ/সিআইসিসহ আখ চাষীবৃন্দ।

এ সময় সদর দপ্তর পরিচালক (সিডিআর), বিএসএফআইসি কৃষিবিদ আশরাফ আলী বলেন, আগাম আখ রোপণ, আখের রোগ ও পোকা দমন, পরিস্কার পরিচ্ছন্ন সতেজ আখ মিলে সরবরাহের জন্য আখ চাষীদের উদ্বুদ্ধ করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button