ঠাকুরগাঁসংবাদ সারাদেশ

পীরগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৪ ব্যবসায়ীর জরিমানা

ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার পৌরশহর কলেজ বাজার মাংসের দোকান ও সবজি দোকানে ২০১৯সালের ভােক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন অভিযােগে ৪ ব্যবসায়ীর ৬হাজার টাকা জরিমানা করেছে সহকারী পরিচালক ।

শনিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, এ অভিযান পরিচালনা করে।কলেজ বাজার (১)স্বপন আলী ভাই ভাই ভ্যারাইটিজ দোকানকে ৩হাজার, (২) আজিমুল মাংসের দোকান মূল্য তালিকা না থাকায় ১হাজার, (৩)আব্দুর রাজ্জাক সবজি দোকান মূল্য তালিকা না থাকায় ১হাজার,(৪) ওয়াসিম মাংসের দোকান মূল্য তালিকা না থাকায় ১হাজার টাকা, সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয় ।

জরিমানা অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলা জাতীয় ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মােঃ শেখ সাদি, সঙ্গীয় থানার এএসআই মুর্তজা, পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয় । উল্লেখ্য, ভোক্তা অধিকার জরিমানার ভয়ে উপস্থিতি টের পেয়ে উক্ত হাটের প্রায় ৭০% ব্যবসা প্রতিষ্টানের মালিক তাদের প্রতিষ্টান বন্ধ করে পালিয়ে যায়। এলাকাবাসী ভোক্তা অধিকারের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে। সেই সাথে প্রতি মাসে অন্তত একবার হলেও অভিযানের দাবি জানিয়েছে সুশীল সমাজ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button