আন্তর্জাতিক

অভিযোগের চেয়ে বেশি এসেছিল বিয়ের প্রস্তাব, মুখ্যমন্ত্রী

সংবাদ চলমান ডেস্কঃ

তেজস্বী যাদব যিনি ছেলেন চার বছর আগে বিহারের উপ-মুখ্যমন্ত্রী। বয়স ২৬ কি ২৭ হবে তখন। সে সময় খারাপ রাস্তা, সরকারি কর্মকর্তাদের দুর্ব্যবহার নিয়ে অভিযোগ পেতে ব্যক্তিগত একটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিলেন তিনি। জানা যায়, সেই নম্বরে অভিযোগের চেয়ে বেশি এসেছিল বিয়ের প্রস্তাব।

বিহারের গণপূর্ত দফতর থেকে সে সময় জানানো হয়েছিল ৪৪ হাজার তরুণী তাদের ছবি তুলে হোয়াটসঅ্যাপে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছেন তেজস্বীকে। মাত্র ৩ হাজার মেসেজ এসেছিল রাস্তাঘাট ও উন্নয়ন সংক্রান্ত সমস্যার জন্য।

মেয়েরা মেসেজে নিজের উচ্চতা, গায়ের রঙ বিস্তারিত জানিয়েছিল তেজস্বীকে। সেই সময়ে রীতিমতো লজ্জাজনক অবস্থায় পরেছিলেন তেজস্বী এবং মজা করে তিনি বলেছিলেন, ভাগ্যিস আমার বিয়ে হয়নি নাহলে অনেক বিপদে পড়ে যেতাম।

তেজস্বী যাদবের জনপ্রিয়তা এখনো কমেনি। বিহারের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনই তার প্রমাণ রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button