আন্তর্জাতিকখেলাধুলা

নিজ সন্তানের হাতে খুন হলেন সাবেক ক্রিকেটার

চলমান ডেস্কঃ

মদের টাকা না দেয়ায় নিজ সন্তানের হাতে খুন হলো সাবেক ক্রিকেটার জয়মহন থাম্পি। ভারতের রঞ্জি ট্রফিতে ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত কেরালার হয়ে খেলেছিলেন জয়মোহন থাম্পি। জাতীয় দলে না খেললেও বিভিন্ন টুর্নামেন্টে প্রায় ১৫ বছর খেলেছেন তিনি। সম্প্রতি নিজের ছেলের হাতে খুন হয়েছেন সাবেক এই রঞ্জি ক্রিকেটার।

থাম্পির মৃত্যুর খবরটি তারই বাড়ির ভাড়াটিয়া পুলিশকে অবহিত করে। ৬৪ বছর বয়স্ক থাম্পির বাসা থেকে দুর্গন্ধ আসায় পুলিশে খবর দেন তিনি। প্রথমে স্বাভাবিক ঘটনা ভাবলেও পরবর্তীতে ছেলে অশ্বিনকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

গত সোমবার জয়মহন থাম্পির লাশ উদ্ধার করে কেরালা পুলিশ। পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় আরো ৩৬ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে। প্রথমে থাম্পির ছেলে অশ্বিন বলেন, তিনি কিছু জানেন না। তবে পুলিশের জেরার মুখে সব স্বীকার করতে বাধ্য হয় অশ্বিন।

পুলিশের  কর্মকর্তা বলেন, ‘বাড়িতে বাবা-ছেলে নিয়মিত একসঙ্গে মদ খেতো। শনিবারও দুজন একসঙ্গে মদ্যপান করেন। এক পর্যায়ে বাবার ডেবিট কার্ড ব্যবহার করে আরো মদ কিনতে চায় অশ্বিন। কিন্তু থাম্পি তাতে রাজি হননি। তখন দুজনের মধ্যে ঝগড়া বাঁধে।’

তিনি আরো বলেন, ‘মদ কেনাকে কেন্দ্র করে এক পর্যায়ে বাবা-ছেলে দুজনই মারামারিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পা পিছলে ফ্লোরের ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান থাম্পি। কিন্তু সেই সময় ছেলে তাকে সাহায্য করেনি। শেষ পর্যন্ত ছটফট করতে করতে মারা যায় জয়মহন থাম্পি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button