দূর্গাপুররাজশাহী সংবাদ
দূর্গাপুর ৬ নং মাড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বার পদ প্রার্থী মিঠুন
এইচ এম রাশেদঃ
রাজশাহীর দূর্গাপুর ৬ নং মাড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বার পদ প্রার্থী রাকিব রায়হান (মিঠুন)। তিনি ৬ নং মাড়িয়া ইউনিয়ন পরিষদ যুবলীগের সভাপতি এবং সাবেক ছাত্র লীগের প্রচার সম্পাদক ছিলেন।
আঃ লতিফ শাহ এর ছেলে রাকিব রায়হান (মিঠুন) এর বাড়ি কাশিপুর গ্রামে । তিনি ৬ নং মাড়িয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী মিঠুন তার এলাকা বাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
৪ নং ওয়ার্ডের সাধারণ মানুষ বলেন যে, মিঠুন ভাই একজন ভাল মনের মানুষ ও আমাদের এলাকার সকলের মাঝে আস্থা ভাজন যেকোন সময় আমরা তাকে পাশে পাই, তাই মিঠুন কে আগামী নির্বাচনে মেম্বার হিসেবে দেখতে চাই।
রাকিব রায়হান (মিঠুন) বলেন, আমি মেম্বার নির্বাচিত হলে নিজেকে ৪ নং ওয়ার্ডের সহ সাধারণ মানুষের সেবা করতে চাই।




