সংবাদ সারাদেশসারাদেশ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ১১ জেলে
সংবাদ চলমান ডেস্ক: বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১২ জেলেকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন ১১ জেলে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ডের জাহাজ নজরুল ও নৌবাহিনীর জাহাজ অপরাজেয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে এ খবর নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সাইফুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার সকালে বঙ্গোপসাগরে কক্সবাজার থেকে ৩০ মাইল গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এলএনজিবাহী একটি জাহাজ ১২ জেলেকে উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছেন ১১ জেলে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।