সংবাদ সারাদেশসারাদেশ

পবিত্র হজ নিয়ে কটূক্তি : পীর আবুল বাশারের বিরুদ্ধে মামলা

সংবাদ চলমান ডেস্ক :  সম্প্রতি হবিগঞ্জে এক ওয়াজ মাহফিলে কিশোরগঞ্জের ভৈরবের গুলে মদিনা দরবারের পীর আবুল বাশার পবিত্র ওমরা হজ নিয়ে কটূক্তিসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ফলে সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় ভৈরবের গুলে মদিনা দরবারের পীর আবুল বাশারকে অভিযুক্ত করে কিশোরগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী অ্যাড. আমিনুল ইসলাম বাদী হয়ে শনিবার রাতে ভৈরব থানায় মামলা দায়ের করেছেন।

হজ নিয়ে কটূক্তি ও ধমীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে এর আগে গেল ১ জানুয়ারি ভৈরবের গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে ইমাম-ওলামা পরিষদসহ হাজার হাজার তৌহিদী জনতা। শহরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নিউ টাউন এলাকার ওয়ালটনের সামনে খণ্ড খণ্ড মিছিলে জড়ো হতো থাকে লোকজন। এ সময় একে একে বক্তব্য দেন ইমাম-ওলামা পরিষদের নেতৃবৃন্দ। এতে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভে যোগ দেন জনপ্রতিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার তৌহিদী জনতা।

ভৈরবের ইমাম-ওলামা পরিষদের নেতৃত্বে হাজার হাজার লোকজন বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা প্রশাসনের কাছে জেলা প্রসাশক বরাবরে গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারকে গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি দেয়।

এর আগে কিশোরগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী অ্যাড. আমিনুল ইসলাম মামুন বাদী হয়ে গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারের বিরুদ্ধে ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ফলে আবুল বাসারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ডাক দেয় ইমাম-ওলামা পরিষদ। ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার মামলা দায়েরের বিষয়টি স্বীকার করেছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button