সংবাদ সারাদেশসারাদেশ
পুলিশের সঙ্গে বামপন্থীদের সংঘর্ষ
সংবাদ চলমান ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূতিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় রাজধানীর মৎস্য ভবনের সামনে পুলিশের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে মৎস্য ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন মৎস্য ভবনের সামনে বামজোট কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেখান থেকে তিনজন পুলিশ আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে। তাছাড়া ১০/১৫ জন বামজোট কর্মীও মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে।