বাগমারায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ পালিত
বাগমারা প্রতিনিধি : সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সারা দেশের ন্যায় রাজশাহী বাগমারা উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়,রেলি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষে সেমিনার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহমেদ এর সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার আব্দুল মোমিনের পরিচালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান, এলজিইডি প্রকৌশলী সারোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, সমবায় অফিসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।