জীবন: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন।
শনিবার সকাল ৯ টায় তাহেরপুর কলেজ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন । পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কর মৃধা মুনসুর, তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লব, তাহেরপুর পৌরসভার প্যানেল মেয়র বাবুল খাঁ, কৃষকলীগের সভাপতি নূর মোহাম্মদ নূরু, আওয়ামী লীগের নেতা আমজাদ মৃধা,তাহেরপুর ছাত্রলীগের সভাপতি তুহিন মৃধা, সাধারণ সম্পাদক কোরবান খাঁ, তাহেরপুর রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর স্বপন, এছাড়াও ৯টি ওয়াড়ের সভাপতি সাধারণ সম্পাদক, সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন।