রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তরে অনুষ্ঠিত হলো ডিসেম্বর ২০২২ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা।আজ ১৫ জানুয়ারি,সকাল ১১ টায় আরএমপি সদরদপ্তরে, ডিসেম্বর ২০২২ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার মহোদয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ১৩ জন কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।

সম্মাননা স্মারক প্রাপ্ত কর্মকর্তারা হলো মো: নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম বিভাগ), মো: রফিকুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড মিডিয়া), মো: আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা), উৎপল কুমার চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (লজিস্টিকস), মো: সোহেল রানা, সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া মডেল থানা), মো: ফরিদ হোসেন, অফিসার ইনচার্জ (পবা থানা), মো: মইনুল বাশার, পুলিশ পরিদর্শক (চন্দ্রিমা থানা), মো: আব্দুর রফিক, পুলিশ পরিদর্শক (মেট্রোকোর্ট), মীর মো: আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক (সিটিএসবি), এম এস মাহমুদ আলী, সার্জেন্ট (ট্রাফিক বিভাগ), কিংকর লাল মন্ডল, এসআই, বোয়ালিয়া মডেল থানা, মোহা: সাহাবুল ইসলাম, এসআই, পবা থানা, মো: আখেরুল ইসলাম, এএসআই, বোয়ালিয়া মডেল থানা।

অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতি-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button