গোপন তথ্য জেনে দুই ব্যবসায়ীকে ধরল র্যাব
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দুই হাজারের বেশি ইয়াবা নিয়ে একটি কাপড়ের দোকানের সামনে অবস্থান করছে ব্যবসায়ী জাকারিয়া ও নুর। এমন গোপন তথ্য পেয়ে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় দুই হাজার ৩৯৮টি ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যায় পৌর শহরের রাজারামপুর-মালোপাড়া মোড়ের মঞ্জুর বস্ত্রালয়ের সামনে থেকে ওই দুই ব্যবসায়ীকে আটক করা হয়। আটকরা হলেন- জেলার রাজারামপুরের মো. শফিকুল ইসলামের ছেলে জাকারিয়া হোসেন ও মইজুল ইসলামের ছেলে নুর নবী।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, মঞ্জুর বস্ত্রালয়ের সামনে মাদক ব্যবসায়ী জাকারিয়া ও নুর নবী ইয়াবা নিয়ে অবস্থান করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই হাজার ৩৯৮টি ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে র্যাবের কাছে স্বীকার করেছে। পরে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে চাপাইনবাবগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।