দূর্গাপুররাজশাহী সংবাদ

দুর্গাপুরে হঠাৎ লাগাম ছাড়া চোরের উপদ্রব

দুর্গাপুর প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুর বাজারে অনিয়ন্ত্রিত চোরের উপদ্রব। করোনাভাইরাস এর প্রভাবে চারিদিকে সংকট অতিবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি সেই সাথে সঞ্চিত সম্পদের নেই কোনো নিরাপত্তা । নিত্যদিনই কোথাও-না-কোথাও চুরি হচ্ছেই ।
দুর্গাপুর বাজারের অবস্থা আরো সংকটাপন্ন নিয়মিত বিরতিতে চুরি হচ্ছে একের পর এক দোকান । চোর দের তৈরি হয়েছে শক্তিশালী নেটওয়ার্ক এদের নেতৃত্বে কে? প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে। জনতার হাতে গ্রেপ্তারকৃত অধিকাংশ চোরি মাদকাসক্ত । এলাকার বিখ্যাত চোর সুজন ও তার দলবল নিয়মিত সকল চুরির সাথে জড়িত । গত ২১ শে আগস্ট দোকান চুরি করে মালামাল বিক্রি করার সময় হাতেনাতে গ্রেপ্তার হয়।
ছেড়ে দেওয়ার পর ২২ আগস্ট ডাব বিক্রেতা আজের আলীর ৬০০ পকেটমারের সুজন । নাম প্রকাশে অনিচ্ছুক বাজার কমিটির সদস্য বলছেন চুরির সাথে জড়িত সকল দের নাম তালিকা করে থানায় দেওয়া আছে তবুও চোরদের কার্যকর কোনো ব্যবস্থা হচ্ছে না । দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি খুরশিদা বানু (কণা) জানান, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্গাপুরের সকল সাধারণ মানুষের মনে বিরাজ করছে আতঙ্ক। সকল এর দাবি এদের গ্রেফতার করে অবিলম্বে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button