বিনোদনস্লাইডার

এবার ঘরেই হোক ফেসিয়াল

সংবাদ চলমান ডেঙ্কঃ

করোনাভাইরাস আতঙ্কে এখন সময় কাটছে চার দেয়ালের মধ্যেই। রূপচর্চার জন্য যেহেতু পার্লারে যাওয়া হচ্ছে না, আবার হাতে অবসরও রয়েছে- সেহেতু ফেসিয়াল করে ফেলতে পারেন নিজেই। জেনে নিন কীভাবে করবেন।

ত্বক পরিষ্কার করে নিন শুরুতেই চুল বেঁধে নিন ভালো করে। ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। চাইলে ত্বক পরিষ্কার করার জন্য মধু ব্যবহার করতে পারেন। এরপর মরা চামড়া দূর করার জন্য ব্যবহার করুন হালকা কোনও স্ক্রাব।

ফেসপ্যাক ব্যবহার করুন
ত্বকের ধরন অনুযায়ী প্রাকৃতিক উপাদানের ফেসপ্যাক বানিয়ে নিন। ডিম ব্যবহার করতে পারেন ফেসপ্যাকে। ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ক্লিনজিং মাস্ক ব্যবহার করুন
ফেসপ্যাক ধুয়ে ফেলার পর ত্বক ঠাণ্ডা করতে একটি ক্লিনজিং মাস্ক ব্যবহার করুন। মুলতানি মাটি ও ওটের সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। ত্বকে এটি লাগিয়ে রাখুন ১০ মিনিট।

টোনিং ও ময়েশ্চারাইজিং
সবশেষে টোনিং করুন ত্বক। এতে ত্বকের অতিরিক্ত তেল দূর হবে। গোলাপজলে তুলার টুকরা ভিজিয়ে ত্বকে চেপে নিতে পারেন টোনিং করতে। ত্বক শুকিয়ে গেলে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

Print

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button