রাজশাহী সংবাদ
রাজশাহী নগরীতে হেরোইন ও ইয়াবাসহ আটক-১
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে হেরোইন ও ইয়াবাসহ মোঃ রনি (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর মতিহার থানাধীন মিজানের মোড় থেকে তাকে আটক করেন এসআই শাহাবুল ও সঙ্গীয় ফোর্স।
এসময় তার কাছ থেকে ২৬গ্রাম হেরোইন ও ৫১ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত রনি কাটাখালী থানাধীন শ্যামপুর ঠান্ডার পাড়া এলাকার মোঃ জাব্বারে ছেলে।
এ বিষয়ে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতিহার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এবং বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।