রাজশাহী সংবাদ
রাজশাহীতে ১১৭ পিস ইয়াবাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ১১৭ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে মহানগর পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১১ টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শান্ত শেখ ও মিজানুর রহমান।
জানা যায়, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সিটি হাট বাইপাস এলাকায় মোটর সাইকেলে নিয়ে যাচ্ছিলেন শান্ত শেখ ও মিজানুর রহমান। সন্দেহজনক তাদের মোটর সাইকেল থামিয়ে দেহ তল্লাশী করলে তাদের কাছে ১১৭ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের আটক করে শাহমখদুম থানায় নিয়ে যাওয়া হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়।