দূর্গাপুররাজশাহী সংবাদ
দুর্গাপুরে থানা পুলিশের চেষ্টায় হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার
দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর থানায় জিডি ও অভিযোগের প্রেক্ষিতে একটি হারানো স্মার্টফোন উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। দুর্গাপুর থানার ওসি ও এ এস অাই খোকন হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে মালিককে। হারানো ফোন পেয়ে মোবাইলের মালিক নাজমুল হক খুশিতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন, দুর্গাপুর থানার ওসি খুরশিদা বানু কনা ও এ এস অাই খোকনকে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি খুরশিদা বানু কনা জানান, গত দুই মাস অাগে নাজমুল নামে এক ব্যাক্তি থানায় এসে একটি ফোন হারিয়ে গেছে এই মর্মে একটি জিডি করেন। জিডির ভিত্তিতে গতকাল, বুধবার হারানো ফোনটি বাগমারা উপজেলার সূর্যপাড়া এলাকা থেকে জনৈক
এক ব্যাক্তির কাছে থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে ।