জেলা আওয়ামীলীগের সম্মেলন সফলের লক্ষ্যে দুর্গাপুরে প্রস্তুতি সভা
দুর্গাপুর প্রতিনিধি:
আগামি ১২ ডিসেম্বর জেলা আওয়ামীলীগের সম্মেলন সফল করার লক্ষ্যে দুর্গাপুরে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার বিকেলে দুর্গাপুর পৌরসভা চত্বরে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর -পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সামসুল ইসলাম, সাবেক আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ বাচ্চু, আমিনুল হক টুলু,কবিরুল ইসলাম অনিস,উপজেলা সাবেক যুবলীগের সভাপতি সাহাদত হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম,পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান ফিরোজ,সাধারণ সম্পাদক আজাহার আলী,গানকৈড় ইউপি চেয়ারম্যান আফসার আলী,দেলূয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম,নওপাড়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলী,পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন,সাধারণ সম্পাদক আবুল বাশার,সহসভাপতি মকসেদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন,বর্তমান সভাপতি সাজেদর রহমান মিঠু,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,পৌর সভাপতি শাকিল খান প্রমূখ।
অনুষ্ঠান পারিচালনায় ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন।