মোহনপুররাজশাহী সংবাদ

সাংবাদিক চপলের মামলায় চেয়ারম্যান কে খুঁজছে পুলিশ

 ইশরাত জাহানঃ অবৈধ পুকুর খননের চিত্র ধারন করতে যেয়ে চেয়ারম্যানের বাহিনী দ্বারা লাঞ্চিত হওয়া উদিয়বান সাংবাদিক মাজহারুল ইসলাম চপলের আদালতে করা মামলা রাজশাহীর মোহনপুর থানার ওসিকে রেকড ও অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। গত ১৮ ফেব্রুয়ারি রাজশাহীর চীফ জুডিশিয়াল আদালতে এই মামলা দায়ের করেন সাংবাদিক চপল। চলতি মাসের ৫ তারিখে সাংবাদিক চপল মোহনপুর আকুবাড়ি মৌপাড়া বিলের অবৈধ পুকুর খননের সংবাদ সংগ্রহ করে ফেরার সময় মোগাছি উইপির চেয়ারম্যান আলামিন বিস্বাসের বাহিনী দ্বারা শারীরিক ভাবে লাঞ্চিত হয়।

পরে চিকিৎসা শেষে ১৮ তারিখে তিনি মামলা দায়ের করেন। তবে মামলা করার পর থেকে সাংবাদিক চপল নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানিয়েছেন চপলের পরিবার। জানতে চাইলে মোহনপুর থানার এস আই মামলার তদন্ত কর্মকর্তা মুঠো ফোনে সংবাদ চলমান কে জানান মামলা রেকড ও আসামিদের গ্রেপ্তারের দ্বায়ীত্ব ভার আমাকে দেওয়া হয়েছে তিনি জানান আসামিদের গ্রেপ্তারের চেস্টা চলছে। অপর দিকে রাজশাহীতে কর্মরত বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা চপলের উপর হামলার বিষয় নিয়ে অপরাধিদের গ্রেপ্তারের দাবিতে ফুসে উঠেছে, দ্রত অপরাধিদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button