সংবাদ সারাদেশ

স্যানিটাইজার গাড়িতে রাখলে, রান্নার আগে হাতে লাগালে ঘটতে পারে বিপদ!

 চলমান ডেস্কঃ

মহামারি এই করোনাভাইরাস সংক্রমণ রোধে বিশেষজ্ঞরা হাত জীবাণুমুক্ত রাখার পরামর্শ দিচ্ছেন সব সময়। সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত কিছুক্ষণ পরপরই ধুতে হবে।

আর যেখানে সাবান পানি দিয়ে হাত ধোয়া সম্ভব নয়, সেখানে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। কোনো কিছু স্পর্শ করার পরই হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে নিচ্ছেন। এক্ষেত্রে অবশ্যই অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

অনেকেই আছেন এই সময় গাড়ির ড্যাশবোর্ডে এক বোতল স্যানিটাইজার রেখে দেন। যখনই প্রয়োজন হবে যাতে সহজেই হাতের কাছে পাওয়া যায়। তবে এই ভুল একেবারেই করবেন না। গাড়িতে স্যানিটাইজার রাখলে ঘটতে পারে মারাত্মক বিপদ।

এমন কয়েকটি ঘটনা ঘটেছে, যেখানে গাড়ির ড্যাশবোর্ডে স্যানিটাইজার রাখার ফলে গাড়িতে আগুন ধরে গিয়েছে। এতে আপনার জীবন মারাত্মক ঝুঁকির মুখে পরতে পারে। হ্যান্ড স্যানিটাইজারগুলোতে ৬০ শতাংশের বেশি অ্যালকোহলযুক্ত থাকে। যা ভাইরাস বিরোধী।

তবে দীর্ঘসময় বা অনেকদিন ধরে এটি গাড়িতে রাখলে তাপমাত্রার তারতম্য ঘটে। ফলে বিস্ফোরণ ঘটতে পারে। এমনকি রান্না করার আগেও হ্যান্ড স্যানিটাইজার লাগানো যাবে না। এগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।

তবে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্যানুযায়ী, অ্যালকোহলভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার তাপের সংস্পর্শে এলে বিস্ফোরিত হতে পারে। এছাড়াও বেশিরভাগ সময় প্লাস্টিকের বোতলে সংরক্ষণ করা হয়, যা আবার ঝুঁকি বাড়ায়।

গবেষণায় বলা হয়েছে, গাড়ির যেখানে সরাসরি তাপ পড়ে, বিশেষ করে সামনের অংশে স্যানিটাইজার রাখা যাবে না। এতে এর কার্যকারিতা নষ্ট হতে পারে, সঙ্গে মারাত্মক বিপদ ঘটার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button