সংবাদ সারাদেশসারাদেশ

স্কুলে স্কুলে বই উৎসব আজ

সংবাদ চলমান ডেস্ক: দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসব আজ। নতুন বইয়ের আনন্দে মাতবেন শিশু শিক্ষার্থীরা। উৎসব সফল করতে সব প্রতিষ্ঠানে পৌঁছেছে বই।

মঙ্গলবার গণভবনে শিশুদের হাতে নতুন বই দিয়ে উৎসবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক এবং সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে শুরু হবে উৎসব।

এবার সারাদেশে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীকে দেয়া হবে ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার নতুন বই। এরমধ্যে প্রাথমিকে ১০ কোটি ৫৪ লাখ ২ হাজার ৩৭৫টি এবং মাধ্যমিকে ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯টি বই। এবারের বিনামূল্যের বই ছাপাতে ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা।

২০১০ সাল থেকে বছরের প্রথম দিন উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করে আসছে সরকার।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button