নাটোরসংবাদ সারাদেশ

গোপালপুরে স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্বের বালাই নাই

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

আজ সোমবার ২৮ জুন করোনা পরিস্থিতিতে নাটোরের লালপুরে গোপালপুর পৌরসভা এলাকায় ৬ষ্ঠ দিনের বিশেষ লকডাউনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের কোন বালাই নাই ।

স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর অবহেলায় কঠোর লকডাউন সাভাবিক অবস্থায় পরিনত হয়েছে গোপালপুর পৌরসভা এলাকায়। জনসমাগম নিষেধ থাকলেও পৌর এলাকায় বসেছে ছাগলের জমজমাট হাট। সেখানে ক্রেতা ও বিক্রেতাদের মুখে মাক্স না থাকতে দেখা গেছে , পাশাপাশি স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বিষয়টি মানচ্ছে না তাঁরা। এতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। পুলিশের টহল গাড়ী চোখে পড়লেও তাদের নিরব ভূমিকা দেখা গেছে।অন‍্য দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন ভূমিকা পালন করতে দেখা যায়নি।

এই লকডাউনে টহল গাড়ী থামিয়ে পুলিশ সদস্যদের আইসক্রীম খেতে ও আড্ডা দিতে দেখা গেছে গোপালপুর রেলগেট এলাকায়। এবং তাদের নিকট মাস্ক থাকলেও তা ব‍্যবহার না করে গলায় ঝুলিয়ে রাখতে দেখা গেছে। উপজেলা প্রশাসন ও থানা পুলিশের এই নিরব ভূমিকার জন্য বিভিন্ন দোকান খোলা দেখা গেছে। এছাড়া করোনা পরিস্থিতিতে গোপালপুর ছাগল হাটে ক্রেতা ও বিক্রেতাদের আনাগুনায় জমে উঠেছে। রাস্তায় সাধারণ মানুষের উপস্থিত ও ভ‍্যান সহ গণপরিবহন চলা ফেরা করতে দেখা গেছে । এদিকে লালপুর সহ পৌরসভা এলাকায় দিন দিন করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে গোপালপুর বাজার বনিক সমিতির সভাপতি বদিউর রহমান বদরের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, লকডাউনের বিষয়ে সাধারণ মানুষকে বোঝানো যাচ্ছে না। সচেতন মূলক প্রচারের মাধ্যমে তাদের কে বুঝতে হবে। তিনি আরও বলেন, যে সকল পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের জন্য নিয়োজিত করা হয়েছে তাঁরা যদি দায়িত্ব পালন না করে তবে কি করবো। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ত্রেট শাম্মী আক্তার বলেন, আমি মিটিংয়ে আছি, তবে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button