সংবাদ সারাদেশ

ভুলেও যে পাঁচটি কাজ করবেন না সাপে কামরানোর পরে

চলমান হেলথ্ ডেস্কঃ

ছয় ঋতুর এই দেশে গ্রীষ্ম থেকে বর্ষায়  কালে সাপের উৎপাত বেশি বেড়ে যায়। বিশেষ করে গ্রাম অঞ্চলে এই সময় একটু বেশিই সাপের দেখা মেলে। তাইতো শহরাঞ্চলে না হলেও, গ্রামগঞ্জে প্রায়ই সাপে কামড়ানোর ঘটনা ঘটে থাকে। এমনকি সাপের কামড়ে মৃত্যুর খবরও শোনা যায়।

দেখা যায় প্রচলিত কিছু ধারণা বা কুসংস্কারে বিশ্বাস করে অনেকেই আক্রান্তের ওপর এমন কিছু ভুল চিকিৎসা প্রয়োগ করে, যা সেই ব্যক্তির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাই সাপে কামড়ালে সবার আগে নিজের ভয় দূর করুন এবং সঠিক পদক্ষেপগুলো মেনে চলুন। চলুন এবার জেনে নেয়া যাক সাপে কামড়ালে যে কাজগুলো ভুলেও করবেন না-

> শরীরের যে অংশে সাপ কামড়েছে, সেই জায়গাটি বেশি নড়াচড়া করবেন না। একদম হাঁটাচলা করা যাবে না। কারণ, বেশি হাঁটাচলা করলে মাংসপেশিতে টান পড়ে এবং বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে।

> সাপে কামড়ানোর পর কখনোই ব্যথা কমানোর ওষুধ (পেইন কিলার) খাবেন না। এতে শরীরের প্রকৃত অবস্থা বোঝা কঠিন হয়ে যাবে। অনেক সময় এই ভুলের কারণে যন্ত্রণা আরো বেড়ে যেতে পারে।

> সাপে কামড়ানো জায়গার আশপাশে অনেকেই চিরে দেন বা কেটে দেন। এটা কখনোই করবেন না। এমনটা করলে উল্টো রক্তে দ্বিগুণ গতিতে সাপের বিষ ছড়িয়ে পড়ে। যার প্রভাব পড়ে মস্তিষ্কেও। এর ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

> কখনোই কাত হয়ে শোবেন না। সব সময় সোজা হয়ে শোবেন। ঠিক যেভাবে স্ট্রেচারের উপরে শোয়ানো হয় তেমনভাবে।

> কুসংস্কারে আচ্ছন্ন না থেকে সাপে কামড়ালে যতটা দ্রুত সম্ভব চিকিৎসার জন্য হাসপাতালে যান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button