সংবাদ সারাদেশ

১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে বঙ্গবন্ধুর সমাধিতে ৪ ছাত্রী

সংবাদ চলমান ডেস্কঃ
৫ দিনে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসে থামলেন গার্ল-ইন-রোভার স্কাউটসের চার ছাত্রী।

পরিভ্রমণকারীরা হলেন, জাকিয়া ইলানুর, সাদিয়া আফরিন মীম, নাবিলা নাজ আমিন এবং মুবতাসিম ইসলাম নির্জন। তারা ঢাকার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

তারা হলেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের থার্টিন্থ হুসার্স মুক্ত রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন-রোভার স্কাউটস।

রোভার প্রোগ্রাম অনুযায়ী ‘পরিভ্রমণকারী ব্যাজ’ অর্জনের জন্য এই পথ অতিক্রম করেন তারা।

চার ছাত্রী জানান, গত ১৬ নভেম্বর ঢাকার গুলিস্তান জিরো পয়েন্ট থেকে পরিভ্রমণ শুরু করেন। গত ৫ দিনে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণের সময় বিভিন্ন জেলা অতিক্রম করেন। শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান। সেখানে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।

প্রতিক্রিয়া জানিয়ে তারা বলেন, দীর্ঘ ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করতে পারায় ভালো লাগছে। আগামীতেও এমন পথ পরিক্রমায় অংশ নিতে চান বলে জানিয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button