সংবাদ সারাদেশ

ইউপি নির্বাচনের পর প্রতিপক্ষের ওপর হামলা, কারাগারে চেয়ারম্যান

চলমান ডেস্ক: বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

দ্রুত বিচার আইনে করা এক মামলায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী মঙ্গলবার দুপুরে এ আদেশ দিয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী এম মুজিবুল হক কিসলু জানান, রায়ে তার মক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তারা উচ্চ আদালতে আপিল করবেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ফুলঝুড়ি ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া অসুস্থ ছিলেন। এ মামলার বাদী জুয়েল খান ইউপি নির্বাচনের আটদিন পর ২০১৬ সালের ২৪ মার্চ গোলাম কিবরিয়ার খোঁজ নিতে বরগুনা জেনারেল হাসপাতালে যান। এ সময় গোলাম কিবরিয়া তার সহযোগীদের নিয়ে জুয়েল খানের ওপর হামলা করেন।

এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে ওই দিনই দ্রুত বিচার আইনে একটি মামলা করেন জুয়েল খান। মামলার বিচার কাজ শেষে ১৭ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। তবে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে বলে জানান ওই আইনজীবী।

এ রায়ের পর গোলাম কিবরিয়া ইউপি চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হতে পারে বলেও জানিয়েছেন তার আইনজীবী।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button