সংবাদ সারাদেশ

আবারও বাড়ছে করোনা,শনাক্ত ১০৯

সংবাদ চলমান ডেস্কঃ

দেশে ১১ সপ্তাহ পর হঠাৎ করে দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যা আবারও বেড়ে গেছে। এই সময়ে করোনায় আক্রান্ত হিসাবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০৯ জন।

এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার (১২ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৮০টি নমুনা পরীক্ষা করে মোট ১০৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জনে। নতুন আক্রান্তদের মধ্যে ১০১ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এর বাইরে নারায়ণগঞ্জে ২ জন, চট্টগ্রামে ২ জন, জয়পুরহাটে ৩ জন, নওগাঁয় ১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগে সর্বশেষ ২৫ মার্চ একশর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছিল দেশে। সেদিন ১০২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। তবে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। ফলে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার দুই দশমিক ৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

সবশেষ এ বছরের ২৫ মার্চ ১০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। ৫ মে শনাক্ত হয়েছিলেন সর্বনিম্ন ৪ জন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button