রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাবিতে চলছে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ

আজ সোমবার ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে শুরু হওয়া এক বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে এমন ক্ষোভ প্রকাশ করেন প্রেম বঞ্চিত সংঘের সভাপতি কাজী মোহাম্মদ নোমান।

নোমান বলেন, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাসের দুস্থ-অসহায় নারী ও শিশুদের একবেলার খাবারসহ আমরা বৃক্ষরোপন করেছি।

এ কর্মসূচি থেকে আমরা এটা প্রচার করতে চাই যে ভালোবাসা দিবসে শুধু প্রেমিক-প্রেমিকা আড্ডা নয়। এদিনে সকলের দুঃখ কষ্ট অনুভব করে ভালোবাসা ছড়িয়ে দেয়াও সম্ভব বলে জানান তিনি।

এরআগে ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘তুমি কে আমি কে, বঞ্চিত বঞ্চিত’, ‘নষ্ট প্রেমের খ্যাতাতে, আগুন জ্বালো একসাথে’, ‘দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’- নেতাকর্মীদের এমন স্লোগান উত্তপ্ত হয় ক্যাম্পাস।

উল্লেখ্য, মিছিল শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে দুটি বৃক্ষরোপন করেন সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া সম্প্রতি ক্যাম্পাসে ট্রাকচকপায় নিহত রাবি শিক্ষার্থী হিমেলের স্বরণে রক্তদান ক্যাম্পেইন ও ক্যাম্পাসের দুস্থ নারী-শিশুদের হাতে একবেলার খাবার তুলে দেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button