রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে পুলিশকে পিটিয়ে ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর পুঠিয়ায় পুলিশের কর্তব্যরত এক পুলিশ সদস্যের ওপর আকস্মিক কিল ঘুষি ও লাথি মারার অভিযোগ উঠেছে বানেশ্বর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী নাইম হাসান নামে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় নাইম হাসানকে গ্রেপ্তার করেছে পুঠিয়া থানা পুলিশ।

গতকাল সোমবার (৬ মে) রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজ গেটে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা নাইম হাসান বানেশ্বর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী। হামলার শিকার পুলিশ সদস্য আতিকুর রহমান রাজশাহী জেলা পুলিশে কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, বানেশ্বর কলেজ মাঠে আম নিয়ে আসার সময় ওই ছাত্রলীগ নেতার বাবার ভটভটিতে একটি ইজিবাইক ধাক্কা দেয়। এতে নাইমের বাবা আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে জেলা পুলিশের একটি দলকে টহলরত দেখতে পায় সে।

তখনই রাগান্বিত হয়ে আতিকুর রহমান নামের এক পুলিশ সদস্যের ওপর আকস্মিক কিল ঘুষি ও লাথি মারে নাইম। এতে ওই পুলিশ সদস্য মুখে ও মাথায় আঘাত পান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী জেলা পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়।

এই বিষয়ে আরও জানতে চাইলে, পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় একজন এসআই বাদী হয়ে নাইম ও তার বাবার বিরুদ্ধে মামলা করেছে।এই ঘটনায় ওই ছাত্রলীগ নেতা নাইম হাসানকে আটক করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button