রাজশাহীস্লাইডার

রাজশাহী জেলা প্রশাসকের কঠোর উদ্যেগে চলছে করোনা সচেতনতা

স্টাফ রিপোটারঃ

রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হকের কঠোর পদক্ষেপ ও গভীর আন্তরিকতার মধ্য দিয়ে  চলছে জটিল ভাইরাস করোনা মোকাবিলা ও সচেতনতা মুলক পদক্ষেপ যা দেখে রাজশাহীবাসী অনেকটাই স্বস্থির মনোভাব ফিরে পেয়েছে । খবর নিয়ে জানা্যায় করোনা ভাইরাসের খবর ছড়িয়ে পড়ার সাথেই বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন এই সু্যোগ্য জেলা প্রশাসক ।তিনি বিভিন্ন উপজেলায় সচেতনতা মুলক লিফলেট গুরুত্ব পূর্ণ বিষয় নিয়ে আলোচনা সহ রবিবার সকাল থেকে তিনি নিজ উদ্যেগে নিজ মুঠো ফোন থেকেও সাবধানতা মুলক ফোন করেন বিভিন্ন পেশার মানুষদের । রাজশাহীর একজন গন মাধ্যম কর্মী জানান রবিবার দুপুরে তাকেও মুঠো ফোনে ফোন করেছেন এই জন দরদী জেলা প্রশাসক। তিনি বলেন তার নিকট জানতে চেয়েছেন তিনি ঠিক মত মাস্ক ব্যবহার করছেন কিনা ।অন্যের প্রতিও এই সচেতনতা প্রচার করার আহবান জানান এই জেলা প্রশাসক।রবিবার বিকেলে জেলা প্রশাসকের অফিসে খবর নিয়ে যানা যায় অফিসের সকলকেই তিনি বলে রেখেছেন বিনয়ের সহিত সাবধানতা অবলম্বন করার কথাটি সকলকে বলার  জন্য।রাজশাহীর একজন সরকার দলীয় ব্যক্তি সংবাদ চলমান কে জানান জেলা প্রশাসক সাহেব রাসিকের মেয়র মহোদয় কেও ফোন করে অনুরোধ করেছেন দলীয় ব্যক্তিদের দিয়ে সচেতনতা মুলক প্রচার করার জন্য। তিনি বলেন মেয়র মহোদয় এমনিতেই প্রচারনা চালিয়ে যাচ্ছেন তার পরেও সরকারি কর্মকর্তা  এমন ফোন পেয়ে তিনি খুশী হয়েছেন এবং দলীয় ব্যক্তিদের কে নিদ্দেশনা দিয়েছেন এই করোনা নিয়ে সচেতনতা মুলক প্রচারনা চালানোর জন্য।রাজশাহীর জেলা প্রশাসকের এমন উদ্যেগ শুধু রাজশাহী বাসী নয় দেশ বাসিকে সচেতন করছে বলেও মনে করেন সুশিল সমাজের অনেকেই।দেশের সাংবাদিক ইউনিটের একজন নেতা জানান এই জেলা প্রশাসকের পুবের কর্মস্থল ছিল আমার নিজ জেলায় তিনি সেখানেও নিজের উদ্দেগে এমন মহান কাজ করেছেন। তার উন্নয়ন ও সততার কথা এই জেলার মানুষ এখনো সরন করেন।তবে রাজশাহীতে যোগদানের পর থেকে তিনি এমন কিছু উন্নয়ন ও দরিদ্রদের সহায়তা করেছেন যা এখনো কোন গনমাধ্যমে আসেনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button