রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ

আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহীতে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনায়, জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎ কুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি শাহিন আক্তার রেনী, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ডা. মোঃ আব্দুল মান্নান।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে বিভাগীয় কমিশনার শিশুদের নিয়ে কেক কাটেন। এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ, রাজশাহী সিটি কর্পোরেশন জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর নানা আয়োজনে দিনটি উদযাপন করে। বেলা ১১টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ দলীয় নেতাকর্মীরা জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এরপর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button