পুঠিয়ারাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদকঃ

আজ ১৬ জুলাই ৪.০০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজারস্থ এলাকায় অপারেশন পরিচালনা করে ৪০ কেজি গাঁজা, ১টি প্রাইভেট কার, ৩ টি ভ্রমন ব্যাগ, ১ টি ড্রাইভিং লাইসেন্স, ১ সেট গাড়ীর কাগজপত্র, ৩ টি মোবাইল, ৪ টি সীমকার্ড, ১ টি মেমোরিকার্ড, নগদ ২,৮০০ টাকা সহ আসামী আল আমিন (২১), পিতা মোঃ মনির, মাতা মোসাঃ নারগিস আক্তার, সাং কল্পবাস, থানা বামনপাড়া, জেলা কুমিল্লা, স্থায়ী ঠিকানা সাং দুলালপুর, মোঃ রাব্বি হাসান (২১), পিতা মোঃ রাজন, মাতা মোসাঃ নাসিমা বেগম, সাং দক্ষিণ সানারপাড়া, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়নগঞ্জ, স্থায়ী ঠিকানা সাং দরজারপাড়, থানা টংগীবাড়ি, জেলা মুন্সিগঞ্জ এবং ড্রাইভার মোঃ আব্দুস সবুর আলী (৪১), পিতা মৃতঃ আজিজার রহমান, সাং বাগমার, থানা পত্নীতলা, জেলা নওগাঁগন কে গ্রেফতার করেন।

ঘটনার বিবরণে প্রকাশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ১টি সিলভার রংয়ের প্রাইভেট কারে মাদকদ্রব্যসহ নাটোর হতে রাজশাহী অভিমুখে আসছিল। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত্রী ২.৫০ ঘটিাকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজারস্থ থানা মোড় সংলগ্ন পুঠিয়া জামে মসজিদের সামনে নাটোর টু রাজশাহীগামী মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করি। পরে রাত ৪.০০ ঘটিকায় উক্ত ঘটনাস্থলে প্রাইভেট কার থামানো মাত্রই ৩ জন ব্যক্তি প্রাইভেট কারের দরজা খুলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উল্লিখিত প্রাইভেট কারসহ তাহাদেরকে ঘটনাস্থলেই আটক করা হয়।

উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বিগত ২০১৮ সনের ৩৬(১) ১৯(গ)/৩৮/৪১ ধারার মামলা রুজু করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button